________________
জিনচরিত্র । সিংহদিগকে ও পুরুষ-গন্ধহস্তীদিগকে নমস্কার। লােকোত্তমদিগকে, লােকনাথদিগকে, লােকহিতৈষীদিগকে, লােকপ্রদীপদিগকে ও লােকদ্যুতিকরদিগকে নমস্কার। অভয়-প্রদানকারীদিগকে, দৃষ্টিদানকারীদিগকে, পথপ্রদর্শনকারীদিগকে, শরণ-প্রদানকারীদিগকে, জীবন-প্রদানকারীদিগকে ও বােধিপ্রদানকারীদিগকে নমস্কার। ধর্মদানকারীদিগকে, ধর্মদেশনাকারীদিগকে, ধর্মনায়কদিগকে, ধর্মসারথিদিগকে ও চতুর্দিগন্তশ্রেষ্ঠ ধর্মচক্রবর্তীদিগকে নমস্কার। সেই ব্যাবৃত্ত-ছদ্ম ( ছিন্ন-মিথ্যাজ্ঞান ), অপ্রতিহত-বর-জ্ঞান-দর্শনধরদিগকে নমস্কার, যাহার [ এ জগতে ] প্রদীপস্বরূপ, ত্রাণকর্তা, শরণদাতা, গতিদাতা ও প্রতিষ্ঠাস্বরূপ। জিনগণকে, জয়দান-কারিগণকে, উত্তীর্ণগণকে, উত্তারকগণকে, বুদ্ধগণকে, বােধিদানকারকগণকে, মুক্তগণকে ও মুক্তিদানকারকগণকে নমস্কার । সর্বজ্ঞগণকে, সর্বদর্শিগণকে এবং সেই জিতভয় জিনগণকে নমস্কার, যাহারা শিব, অচল, অরূপ, অনন্ত, অক্ষয়, অব্যাঘাত এবং অপুনরাবর্তী সিদ্ধি, গতি ও নামধেয় প্রাপ্ত হইয়াছেন। আদিকর, সর্বশেষ তীর্থকর, পূর্বতীর্থকরগণকর্তৃক নির্দিষ্ট শ্ৰমণ ভগবান্ মহাবীরকে নমস্কার। এখান হইতেই আমি ওখানে স্থিত ভগবানের বন্দনা করিতেছি। ওখান হইতেই ভগবান্ এখানে আমার প্রতি দৃষ্টিপাত করুন। এই বলিয়া তিনি শ্ৰমণ ভগবান্ মহাবীরের বন্দনা করিলেন এবং তাহাকে নমস্কার করিলেন। তারপর তাহার সেই শ্রেষ্ঠ সিংহাসনে পূর্বমুখী হইয়া বসিলেন। তখন সেই দেবগণের রাজা ও দেবগণের শ্রেষ্ঠ শক্রের মনােমধ্যে এই অধ্যর্ধিত [ অভীষ্ট ] ও ব্যাকুল ( মূলে চিন্তাযুক্ত) প্রার্থনা সঙ্কল্পিত হইল। ১৬
এরূপ [ কখনও ] হয় নাই, এরূপ [ কখনও ] হওয়া উচিত নয়, এরূপ [ কখনও ] হইবেও না। অন্ত্যকুলে, নিম্নকুলে, তুচ্ছকুলে, দরিদ্ৰকুলে, কৃপণকুলে, ভিক্ষুককুলে, ব্রাহ্মণকুলে [ কখনও ] কোনও অহৎ বা . চক্রবর্তী, কোনও বলদেব বা বাসুদেব আসেন নাই, আসেন না বা আসিবেন না (অর্থাৎ জন্মগ্রহণ করিবেন না) । ১৭।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org