________________
| জিনচরিত্র
১৩
পটু, পটহ প্রভৃতি বাদ্যধ্বনির মহা কোলাহলের মধ্যে তিনি দেবভােগ্য বহু ভােগ উপভােগ করিতে করিতে কালাতিপাত করিতেছিলেন । ১৪।
তাঁহার বিপুল ‘অবধি’ জ্ঞান দ্বারা তিনি তখন জম্বুদ্বীপ নামক বীপ (অর্থাৎ মহাদেশ )-টিকে দেখিয়া বেড়াইতেছিলেন। সেখানে শ্ৰমণ ভগবান্ মহাবীরকে তিনি এই জম্বুদ্বীপ নামক দ্বীপে ভারতবর্ষের দক্ষিণাধে ব্রাহ্মণ কুণ্ডগ্রাম নগরে কোড়াল-গােত্রীয় ব্রাহ্মণ ঋষভদত্তের জালন্ধর-গােত্রীয় ভার্যা দেবানন্দার কুক্ষিমধ্যে গর্ভরূপে অবস্থান করিতে দেখিলেন। দেখিয়া হৃষ্ট-তুষ্ট-চিত্ত, আনন্দগদগদ, প্রীতিসম্পন্ন ও পরম সৌমনযুক্ত হইলেন। হর্ষবশে তাহার হৃদয় বিসারিত হইল। [ বৃষ্টি ]ধারায় আহত সুরভি নীপকুসুমের পুলকিত চঞ্চুর ন্যায় তাহার লােমকূপ সমূহ উচ্ছসিত হইয়া উঠিল। বিকসিত শ্রেষ্ঠ পদ্মদলের স্থায় তাহার নয়ন ও মুখশ্রী পুলকিত হইল। বাহুতে উত্তম বলয়, ক্রটিক (চুড়ি) ও কেয়ুর (তাগা) দুলিতেছে, মস্তকে মুকুট, কর্ণে কুণ্ডল ও বক্ষে হার বিরাজমান। ভূষণ সমূহের প্রলম্বমান প্রালম্ব (দোলক) ঘুরিয়া ঘুরিয়া দুলিতেছে। সসম্ভমে ত্বরান্বিত হইয়া চমকিয়া উঠিয়া সুরেন্দ্র সিংহাসন ত্যাগ করিয়া পাদপীঠে (পা-দানিতে) নামিলেন। বৈদূর্ষবর্ণ শ্রেষ্ঠ অরিষ্টাঞ্জনের (অর্থাৎ বার্নিস প্রলেপের) নিপুণ প্রয়ােগে মিসমিসে ও চকচকে মণি-রত্ন-মণ্ডিত পাদুকা অবমােচন করিলেন (খুলিলেন)। তারপর পরিধেয় বস্ত্রখানির একখুট, ঘাড়ে তুলিয়া উত্তরীয় স্বরূপে স্থাপন করিলেন। তারপর হস্তাগ্রে পুষ্প মুকুলের ন্যায় অঞ্জলি বাঁধিয়া তীর্থকরের অভিমুখে সাত-আট পা অগ্রসর হইয়া অনুগমন করিলেন। তারপর বাম জানু বাঁকাইয়া দক্ষিণ জানুতে ধরণীতলে ভর দিয়া তিনবার ধরণীতলে মস্তক স্থাপন করিলেন (মাথা ঠেকাইলেন)। তারপর ঈষৎ মস্তকোকােলন করিয়া কটক-ক্রটিক-স্তম্ভিত ভুজদ্বয় সামলাইয়া ১ লইলেন। তারপর করতলে বদ্ধ অঞ্জলির বিসারিত দশ নখ মাথায় ঠেকাইয়া এইরূপ বলিলেন। ১৫।
অহৎদিগকে নমস্কার, ভগবৎদিগকে নমস্কার। আদিকদিগকে, তীর্থকরদিগকে ও স্বয়ং-সংবুদ্ধদিগকে নমস্কার। পুরুষােমদিগকে, পুরুষ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org