________________
জিনচরিত্র তারপর (সেইসব স্বপ্ন দেখিলেন, সেইসব স্বপ্ন দেখিয়া জাগরিত হইয়া হৃষ্টচিত্তা, আনন্দিতা, প্রতিযুক্তা, পরম-সৌমনস্য-সম্পন্না, হর্ষবশে প্রসারিত-হৃদয়, [ বৃষ্টি- ] ধারাহত-কদম্ববৎ উচ্ছসিত-লােমকুপা সেই দেবানন্দা ব্রাহ্মণী স্বপ্নগুলি অবধারণ করিলেন। তারপর শয্যা হইতে উঠিয়া তিনি অত্বরিত, অচপল, অবিলম্বিত রাজহংসতুল্য গতিতে ঋষভদত্ত ব্রাহ্মণের নিকট গেলেন। তারপর তিনি ‘জয় হউক” ‘বিজয় হউক বলিয়া ঋষভদত্ত ব্রাহ্মণের সম্বধনা করিলেন। তারপর আশ্বস্ত ও বিশ্বস্তভাবে ভদ্রাসনে সুখাসীন হইয়া করতলে বদ্ধ অঞ্জলির বিসারিত দশ নখ মস্তকে ঠেকাইয়া এই বলিলেন ॥ ৫॥
ওগাে দেবানুপ্রিয়। আজ আমি শয্যায় অধসুপ্ত অধজাগরিত অবস্থায় ঘুমাইয়া ঘুমাইয়া এইরূপ উদার, কল্যাণকর, শুভ, ধন্য, মঙ্গলকর ও শােভন চতুর্দশ মহাস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠি। সেগুলি এই : গজ, বৃষভ, সিংহ, অভিষেক, [ পুষ্প-] দাম, শশী, দিবাকর ধ্বজ, কুম্ভ, পদ্মসবােবর, সাগর, বিমানভবন, রত্নোচ্চয় ও [ জ্বলন্ত অগ্নি- ] শিখা। ৬।
ওগো দেবপ্রিয় ! এই সকল উদার, কল্যাণকর, শুভ, ধন্য, মঙ্গলাকর, ও শশাভন চতুর্দশ মহাস্বপ্নে কি কি বিশেষ কল্যাণকর ফল সূচনা করিতেছে ? ॥ ৭।
তারপর সেই ঋষদভত্ত ব্রাহ্মণ দেবানন্দা ব্রাহ্মণীর নিকট [ কান ও মন দিয়া ] শুনিয়া হৃষ্টচিত্ত, আনন্দিত, প্রীতিসম্পন্ন, পরম সৌমনযুক্ত, হর্ষবশে প্রসারিত-হৃদয় ও [ বৃষ্টি- ] ধারাহত-কদম্ববৎ সমুচ্ছসিত-লােমকূপ হইয়া স্বপ্নগুলি অবধারণ করিলেন। তারপর [ ঐ বিষয়ে চিন্তামগ্ন হইলেন। তারপর আপনার স্বাভাবিক বুদ্ধি ও বিচারশক্তি প্রভাবে ঐ সকল স্বপ্নের সূচিতাৰ্থ নির্ণয় করিলেন। তারপর দেবানন্দ। ব্রাহ্মণীকে এইরূপ বলিলেন | ৮||
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org