________________
জিনচরিত্র
কালপ্রবাহের সুষম-সুষম সমা সমূহ [ অর্থাৎ বৎসর সমূহ ] ব্যতিক্রান্ত হইলে, সুষম সমা-সমূহ ব্যতিক্রান্ত হইলে, সুষম-দুঃসম সম-সমূহ। ব্যতিক্ৰাস্তু হইলে এবং দুঃসম-সুষম যুগের বহু সম [ অর্থাৎ বৎসর ] ব্যতিক্রান্ত হইলে [ বিয়াল্লিশ সহস্র বৎসর কম কোটি কোটি সাগবােপম গত হইলে ] পঁচাত্তর বৎসর সাড়ে আট মাস অবশেষ থাকিতে, ইক্ষাকুকুল-সমুৎপন্ন কাশ্যপগােত্রীয় একবিংশতি তীৰ্থকর ও হরিবংশকুলসমুৎপন্ন গৌতমগােত্রীয় দুইজন তীর্থকর, (একুনে) তেইশজন তীর্থকর কালগত হইলে পর, [ বিমানলােকে ভােগ্য ] তাহার আহার, ভব ও শরীর ফুরাইয়া গেলে, পূর্বরাত্রি ও অপররাত্রের মধ্যসময়ে [ অর্থাৎ নিশীথকালে ] হস্তোরা [ অর্থাৎ উত্তরফল্গুনী ] নক্ষত্রের সহিত [ চন্দ্রদেব] যুক্ত হইলে, চরম তীৰ্থকর শ্রমণ ভগবান্ মহাবীর পূর্বতীৰ্থকরগণ কর্তৃক নির্দিষ্ট ব্রাহ্মণ-কুণ্ডগ্রাম নগরে কোড়ালগােত্ৰীয় ঋষভদত্ত ব্রাহ্মণের জালন্ধর-গােত্রীয়া ভার্যা দেবানন্দা ব্রাহ্মণীর গর্ভে ভ্রুণরূপে প্রবেশ করেন ॥ ২॥
শ্ৰমণ ভগবান মহাবীর ত্রি-জ্ঞানােপেত ছিলেন। ‘চ্যুত হইব’ ইহা জানিতেন, ‘চ্যুত হইতেছি’ ইহা জানিতেন না, ‘চ্যুত হইয়াছি’ ইহা জানিতেন। যে রজনীতে শ্রমণ ভগবান্ মহাবীর জালন্ধর গােত্ৰীয়া ব্রাহ্মণী দেবানন্দার কুক্ষিতে গর্ভরূপে প্রবেশ করেন সেই রজনীতে দেবানন্দা ব্রাহ্মণী অর্ধসুপ্ত-অর্ধজাগরিত অবস্থায় শয্যায় ঘুমাইয়া ঘুমাইয়া এই উদার, কল্যাণ, শিব, ধন্য, মাঙ্গল্য, সশ্ৰীক চতুর্দশ মহাস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠেন। ৩।
সেইগুলি এই : গজ, বৃষভ, সিংহ, অভিষেক, [ পুষ্প- ] দাম, শশী, দিবাকর, ধ্বজ, কুম্ভ, পদ্মসবােবর, সাগর, বিমান-ভবন, রত্নেশ্চয় । এবং [ জ্বলন্ত অগ্নি-] শিখা। ৪।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org