________________
জিনচরিত্র
অহৎ-দিগকে নমস্কার। সিদ্ধগণকে নমস্কার। পঞ্চ নমস্কার।
আচাৰ্যগণকে নমস্কার। উপাধ্যায়গণকে নমস্কার।
ইহলােকের সর্ব সাধুগণকে নমস্কার। | এই ‘পঞ্চ-নমস্কার’ সর্ব পাপ নাশ করে এবং সর্ববিধ মঙ্গল কর্মের (মধ্যে) প্রথম (অর্থাৎ শ্রেষ্ঠ ) মঙ্গল কর্ম ।
সেইকালে সেইসময়ে শ্রমণ ভগবান মহাবীর (স্বামীর জীবনে ) পঞ্চ হস্তোত্তর (বা উত্তরফদ্ভুনী) নক্ষত্রে পঞ্চ শুভঘটনা সংঘটিত হইয়াছিল। তাহা এই। হস্তোত্তর (অর্থাৎ উত্তরকন্তুনী) নক্ষত্রে তিনি চ্যুত হন, চ্যুত হইয়া গর্ভে প্রবেশ করেন। হস্তোত্তর নক্ষত্রে তিনি
_ (বিমান লােক হইতে) অবতীর্ণ হইয়া [ দেবানন্দা মহাবীর স্বামীর জীবনে
পঞ্চ হস্তোত্তর বা ব্রাহ্মণীর ] গর্ভে প্রবেশ করেন। হস্তোত্তর নক্ষত্রে ' উত্তরজনী তিনি (দেবানন্দা ব্রাহ্মণীর ) গর্ভ হইতে
(ত্রিশলা ক্ষত্রিয়াণীর) গর্ভে গর্ভান্তরিত হন। হস্তোত্তর নক্ষত্রে তিনি জাত (ভূমিষ্ঠ) হন, হস্তোত্তর নক্ষত্রে তিনি মুণ্ডিত (-কেশ ) হইয়া আগার ত্যাগপূর্বক অনাগরিত্ব প্রব্রজ্যা গ্রহণ করেন। হস্তোত্তরা নক্ষত্রে তঁাহার অনন্ত অনুত্তর ( অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ), নিব্যাঘাত, নিরাবরণ, কৃৎস্না ( অর্থাৎ সমগ্র, অখণ্ড ), প্রতিপূর্ণ (অর্থাৎ প্রত্যঙ্গে পরিপূর্ণ ) কেবল [ নামক ] শ্রেষ্ঠ জ্ঞান দর্শন সমুৎপন্ন হয় [ অর্থাৎ তিনি কেবলিত্ব অর্জন করেন ]। [ কিন্তু ] স্বাতীনক্ষত্রে ভগবান্ পরিনিবৃত হন। ১। •
সেইকালে সেই সময়ে শ্রমণ ভগবান্ মহাবীর গ্রীষ্ম [ ঋতুর ] চতুর্থ মাসে অষ্টম পক্ষে আষাঢ় মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিংশতি সাগবােপম কাল অবস্থানের পর [ পুষ্পমধ্যে ] পুণ্ডরীকতুল্য বিমানসমূহের মধ্যে শ্রেষ্ঠ মহাবিজয় পুষ্পের নামক মহাবিমান হইতে [ আয়ুক্ষয়, ভবক্ষয় ও স্থিতিক্ষয় হওয়াতে ] চ্যুত হন। তারপর এই জম্বুদ্বীপমধ্যে ভারতবর্ষে এই অবসর্পিণী নামক
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org