________________
( ১১২ ) সমুদ্দ—সমুদ্র। ২৮, ৩৮ সমুজ্জিজ্জা [ সমুৎপদ্যেত ] উৎপন্ন হয়, বাধে। সা ৫৯ সমুপগ্ন-সমুৎপন্ন। ১, ২, ৩, ১২, ১৩২। সমুন্নসংত—সমুল্লসৎ। ৩৮ সমুস্সসিয়—সমুচ্ছসিত। ৫, ৮ সমােণই—সংমােহয়তি। সংমােহিত করে। ২৭, ২৮, সংপউত্ত—সংযুক্ত। সা ৬১ । সংপণদিয়—সংপ্রনাদিত। সংপত্ত—সংপ্রাপ্ত। ১৬, ১০৪ সংপত্তি-সংপ্রাপ্তি। ১০৭। সংপধূমিয়—সংপ্রধূমিত। সা ২ সংপমজ্জিয় [ সংপ্রমার্জ] মার্জনা করিয়া। সা ২১, ৩৬। সংপয়া—সম্পদ। ১৩৪-১৪৫ সংপরিবুড়—সংপরিবৃত। ৬১
সংপলিয়ংক—[ সম্পর্ষঙ্কঃ সংগতপর্যঙ্কঃ পদ্মাসনং তত্র নিষন্ন উপবিষ্ট। ‘পর্যঙ্ক = বীরাসন বা পদ্মাসন। “একং পাদমথৈকসমিন্ বিদ্যোরো তু সংস্থিত। ইতরস্মিংস্তথৈবােরুং বীরাসনমুদাহৃত৷” এক ঊরুতে এক পা রাখিয়া অন্য উরুর উপরে অন্য পা বিন্যস্ত করিয়া উপবেশনকে বীরাসন, পদ্মাসন বা পর্যঙ্কাসন বলে। কুমার সম্ভবে (৩, ৪৫, ৫৯) আছে : পর্যঙ্কন্ধ-স্থির-পূর্ব-কায়। ] বীরাসন, পদ্মাসন বা পর্যঙ্কসন। ১৪৭, ২২৭,
সংপুচ্ছণা—সংপ্রশ্ন। পুনঃ পুনঃ প্রশ্ন। সা ৫৯ সংপুঃসংপূর্ণ। ৪৪, ৯৫, সা ২৫ সংপেহেই—সংক্ষেতে। সংপ্রেক্ষণ করিল। ২১
সংবাহ-কৃষিলব্ধ ধান্যাদি ক্ষেত্র হইতে শকটাদির সাহায্যে বহিয়া লইয়া যেখানে রক্ষা করা হয় তাহাকে ‘সংবাহ’ (= সঞ্চয়স্থান) বলে। ৮৯
সংৰকাবউ [ শম্বুকাবর্ত, ভ্রমরগৃহ ] শম্বুকাত নামক সুহুম বা সূক্ষ্ম জীব। সা ৪৫
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org