________________
( ১০৮ ) ধ্ব = ইব, স্বরের পর, বিকল্পে। সইয়—শতিক। ১০৩ সউণ—শকুন। ৪২, ৯৬, ২১১
সংলমাণ [ সংলপৎ ] পরস্পর আলাপ করিতে করিতে। ৫০। ৪৭, ৪৮। সংলাবিংতি [ সংলাপয়স্তি ] আলাপ করেন। ৭২
সংলিহিয় [ সংলিহ, নির্লে পীকৃত্য ] (পরিগ্রহপাত্রের) দাগ উঠাইয়া। সা ২১, ৩৬
সংলেহণা [ সংলেখনা ] প্রায়ােপবেশন, আহার ত্যাগপূর্বক মৃত্যু বরণব্রত। সা ৫১। ' সংলােয় [ সংলােক, দৃষ্টিপথ ] দৃষ্টিপথ, দৃষ্টিগােচর। সা ৩৮, ৩৯
সংবচ্ছর—সংবৎসর। ১১৪, ১১৮, ১২৩, ১৪৮ সংবচ্ছরিয়—সাংবৎসরিক। সা ৫৭ • সংবাহণ—সংবাহনা। অঙ্গমির্জনা, গ-টেপা। ৬০ সংবুড়—সংবৃত। ৬১, ৩২ সংস-শ্বাপদবিশেষ। ৪৪ সংসেইম-[ সংস্বেদিম, সংসেকিম ] ধোয়া, ভিজা বা ভাপা। সা ২৫ সংহিয়—সংহিত। ৩৬ সৰু-শত্রু। ১৪, ১৬, ২৭, ২৯, ৮৯ সক্কার-সৎকার। ৯০, ৯১, ১৩, ১৩১ সংকংত-সংক্রান্ত। ১২৯, ১৩০ সংকল্প-সংকল্প। ১৬, ৯০, ৯২, ৯৩ সংকাস–সংকাশ। ১৩৮, ১৬৫ সংখ-শঙ্খ। ৪০, ৯০, ৯১, ১০২, ১১২, ১১৫, ১১৮ সংখউল-শঙ্কুল।
সংখড়িং | সংস্কৃতি ] রন্ধন-করা খাদ্যকে সংস্কৃতি [ সংখড়ি ] বলে। সংস্কৃত ভাষায় সংস্কর্তা মানে পাচক। বাঙ্গালা সকড়ি’ শব্দ এই শব্দ হইতে উদ্ভূত। স্পর্শদোষ হইলে এই খাদ্য পরিত্যাজ্য। স ২৭। আচারাংগ ২১২৪ সূত্র দ্রষ্টব্য। সেখানে টীকাকার লিখিয়াছেন।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org