________________
( ৯৪ ) এই ছয়টি লেশ্যায় অভিভূত ছয়জন লােকের কোনও বৃক্ষের ফল খাইতে ইচ্ছা হইয়াছিল। কৃষ্ণলেশাক্রান্ত ব্যক্তি গাছটি কাটিয়া ফেলিতে ইচ্ছুক হইল। নীললেশায় অভিভূত ব্যক্তি শাখাগুলি ছেদন করিতে চাহিল। কাপােতলেশায় অভিভূত ব্যক্তি একটিমাত্র শাখা ছেদন করিতে চাহিল। তেজোলেশাক্রান্ত ব্যক্তি স্তবকগুলি সব ছিড়িয়া ফেলিতে চাহিল। পদ্মলেশার প্রভাবে প্রভাবান্বিত ব্যক্তি সুপক্ক ফল, পাড়ি বার ইচ্ছা করিল। কিন্তু শুক্ললেশার প্রভাবে, ষষ্ঠ ব্যক্তি ভূপতিত ফল খাইতে চাহিল। সােমলেশ শুক্ললেশা। ১১৮।
লেহা [ লেখা, রেখা ] রেখা, দাগ। ৩৮, ২১১। সা ৪৩ লােএ [ লােচঃ ] কেশ উৎপাটন। সা ৫৭।
লােএ, লােয়ে [ লােকে। শব্দমধ্যস্থ অযুক্ত ব্যঞ্জন প্রাকৃতে প্রায়শঃ লুপ্ত হয়। লােকে >লােএ;+য-শ্রুতি = লােয়ে। বিকল্পে ক স্থানে গ, লােগাহিবঈ (জি ১৪), লোত্তমাণং, লােগ-নাহাণং, লােগহিয়াণং, লােগ-পঙ্গবাণং লােগ-পজ্জোয়গরাণং (জি ১৬)।] লােক শব্দের দুই অর্থ : লােকস্তু ভুবনে জনে। এখানে ভুবন অর্থেই লােক শব্দের ব্যবহার। লােকে = জগতে, পৃথিবীতে। জি ১।
লােগ [ লােক ] লােক। ১৪, ১৬, ১৯, ১১১। লোয়লােক। ১, ৪৪, ৯৭, ১১১, ১২১
লােণ [ লবণ ] লবণ। সা ২৬ লােয় [ লােচ] লােচ, কেশোৎপাটন। ১১৬। সা ৫৭ লােয়ণ [ লােচন ] লােচন। ৩৬, ৪৬, ৫৯
লােয়ংতিয় [ লােকান্তিক ] লােকান্তিক। ১১০ ‘বিমানলােক দ্রষ্টব্য।
লােহিয় [ লােহিত ] লােহিত। সা ৪৪, ৪৫। লােহিয়খ লােহিতাক্ষ। ২৭, ৪৫
ব [ ইব ] অনুরের পর ইব স্থানে ব। ৪৬, ১১৮
বই[ বাচ, ] বাক্য। ১১৮ | বইওএ-[ *বচিতৰৈ ] বলিবে, বলা বিধেয়। সা ১৯, ৫৮
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org