________________
( ৮০ ) মিত্ত [ মিত্র ] মিত্র। ১০৪, ১০৫ মিয় [ মিত ] মিত, মাপ করা।. ৪২, ৫৩, ৯৫, ১১০। সা ৫৪ মিসিমিসিংত [ দেদীপ্যমান ] ঝকঝকে। ১৫, ৬১ মিহুণ [ মিথুন ] মিথুন। ৪২ মীসিয় [ মিশ্রিত ] মিশ্রিত। ১১৫ মুইংগ [ মৃদঙ্গ] মৃদঙ্গ। ৯২, ১০২ মুক্ক [ মুক্ত ] মুক্ত। ৩২, ৩৬, ১০০, ১১৮ মুখ-মােক্ষ। ১১৪ মুগগরগ-মুগর। ৩৭ মুচ্চংতি [ মুচ্যন্তে ] মুক্তিলাভ করেন। সা ৬৩ ।
মুচ্ছিজ্জ বা পড়িজ্জ বা [ মুছেৎ বা প্রপতেৎ বা ] যদি মুছিত হয় বা পতিত হয়। সা ৬১ ।
মুটুঠিয় [ মৌষ্টিক ] মুষ্ঠি, মুঠা। ১১৬, ২১১, ১০০
মুণেয় [ জ্ঞাতব্য ] জ্ঞাতব্য। [ “জ্ঞাে জাণ-মুণৌ।” প্ৰা প্ৰ° ৮২৩। জ্ঞা ধাতু স্থানে জাণ ও মুণ আদেশ হয়।] থে৯।
মুংডে [ মুণ্ড, মুণ্ডিতঃ ] মুণ্ডিত-কেশ সন্ন্যাসী। ১
মুত্ত—মুক্ত। ১৬, ১২৪, ১৪৭। মুত্তা-মুক্তা। ৩৬, ৪৪, ৬১। মুক্তি মুক্তি। ১২০
মুদ্দিয়া [মুদ্রিকা, মুদ্রিতা ] ৬১ : মুদ্ধয় [ মুজ ] কেশ। ৪০ মুদ্ধা—মূধ।। ১৫, ৬৬ মুহ [ মুখ ] মুখ। ৩৪, ৩৫, ৩৮, ৩৯, ৫৯, ৯২।
মুহমংগলিয় [ মুখমাঙ্গলিক ] মুখমাঙ্গলিক। ১১৩ [ মুখে মঙ্গলং যেষাং তে তথা চাটুকরা ইত্যৰ্থঃ ]।
মুহত্তমুহূর্ত। ৩৯, ১১৩ ১১৮, ১২০ মুহুত্তগং [ মুহূর্তকম্] এক মুহূর্তের জন্য। সা ৫২ মূসা—মূষা। মুচি (a crucible)। ৩৫ | মেয়ণীয়া [ মেদিনী ] মেদিনী। ৯৬ .
| p. P. 93–12 .
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org