________________
( ৭৬ )
কোশলের আঠারো জন গণ-রাঙ্গা ( ৯ জন মল্লকী ও ৯ জন লিচ্ছবি ) মহাবীরের মৃত্যুদিনে কার্তিকী অমাবস্থায় দ্বারদেশ আলোকমালায় দর্শনীয় করিয়া ‘পোষধ' ( উপোসথ ) উৎসব প্রবর্তিত করিয়াছিলেন ; বর্তমান কালের ‘দীপালী' উৎসবের ইহাই মূল। পাঠাস্তরে ইহাই ‘ৰারাভোগ’ ( < দ্বারাভোগ ) বা দ্বারদর্শন নামে অভিহিত। ১২৮
পারাবণ—পারাবত । ৫৯
পারিট্ঠাবণিয়া—পরিষ্ঠাপনা। নিক্ষেপ। জৈন ভিক্ষুগণ মল-মুত্ৰনিষ্ঠীবন-শ্লেষ্মা-গাত্রমলাদি ইতস্ততঃ বিক্ষিপ্ত করিয়া নিক্ষেপ করেন না, নিয়মিত ও সংযতভাবে ঐ সব নিষ্ক্রান্ত বস্তুর পরিস্থাপনা করেন। ১১৮ পাবেস—প্রাবেশ্য। দুদ্ধ—পপাবেসাইং—শুদ্ধি বিধায়ক । ১০৪ পাস—পার্শ্ব ।
পাসৰণ ভূমি [ প্রস্রাব ভূমি ] প্রস্রাব ত্যাগ করিবার স্থান বা পাত্র।
সা ৫১, ৫৫, ৫৬
পাহিসি [ পা্যসি ] পান করিবে। সা ১৮
পি–অপি। ২১, ২৮
পিচ্চা [ পীত্বা ] পান করিয়া । সা ৩৬
পিজ্জ [ প্রেম ] প্রেম, প্রিয়তা। ১১৮, ১২৭ পিড়গ—পিটক। থে ২
পিণিদ্ধ [ পিনদ্ধ ] পিনদ্ধ, পরিহিত ।
৬১
পিংডবায়-পড়িয়াএ [ পিণ্ডপাত-পটিকয়া ] পিণ্ডপাত জন্য পটিকা বা বস্ত্রখণ্ড রচিত ঝুলি ৷ পিণ্ডপাত = পিণ্ডপতন । পিণ্ড পতিত হইবে যাহাতে এমন পটিকা । ভিক্ষাপাত্র। সহার্থে তৃতীয়া । ভিক্ষাপাত্র লইয়া । সা ৩৬, ৩৭ ভিক্ষাপাত্রের সাধারণ নাম প্রতিগ্রহ । সা ২৯ পিত্তিজ্জ [ পিতৃব্য ] পিতৃব্য ৷ ১০৯
পিপীলিয়ণ্ড [ পিপীলিকাণ্ড ] পিপীলিকার অণ্ড, পিঁপড়ার ডিম |
সা ৪৫
পিয়—প্রিয় । পিয়কারিণী—প্রিয়কারিণী। ১০৯
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org