________________
( ৭৪ ) পবুচ্চই [ প্রােচ্যতে ] বলা হয়। ১২৪ . পবেস—প্রবেশ। ৬৬
পব্বইত্ত এ [ প্রব্রজিতু প্রব্রজ্যা গ্রহণ করিতে। ৯৪ পব্বইয়—প্রব্রজিত। ১, ১১৬ পব্বয় [ পর্বত ] পর্বত। ৫১, ৭৯। পসথ [ প্রশস্ত ] প্রশস্ত। ৩৫, ৩৬, ৫৫, ৯৫ পসংত [ প্রশান্ত ] প্রশান্ত। ১১৮ পসরপ্রসর। ৪৩। পহ-পথ। ৮৯, ১০০ পহকর [ প্রকর ] সমূহ।, ৪২ । পহর-প্রহর। ৫৯ পহা-প্রভা। ৩৪, ৪৫ পহীণ—প্ৰহীণ। ৮৯, ১২৪, ১৪৮, ১৬৮, ১৮৩ পাঙ্গণ [ প্রাচীন ] প্রাচীন, একটি গােত্রের নাম। ১১৩, ১২০ পাউণিত্ত। [ প্রাপ্য ] পাওয়াইয়া। ১৪৭ পাউ [ প্রাদুস ] পাউৰ ভূয়—প্রাদুভূত। ২৯
পাউয়াও [ পাদুকা, পাদুকাদ্বয়ং ] পাদুকাদ্বয়। দ্বিবচন প্রাকৃতে নাই বলিয়া বহুবচন। ১৫ পাণং [ প্রায়েণ ] প্রায়। সা ২ পাও [ প্রাতঃ ] প্রাতে। সা ২১।
পাওবগএ-[ টীকাকার “পাদপােপগতঃ কৃত-পাদপােপগমনঃ” লিখিয়াছেন। কিন্তু ইহার কোনও সঙ্গত অর্থ হয় না। যাকোবি ইহার অর্থ করিয়াছেন—remaining motionless like a tree পাদপবৎ অচঞ্চল স্থিরত্বপ্রাপ্ত। ইহাও কিন্তু সঙ্গত নয়। পাওবএ< প্রায়ােপগতঃ। মৃত্যুর উদ্দেশ্যে আহারাদি ত্যাগ করিয়া নিশ্চলভাবে বসিয়া থাকার অর্থে পারিভাষিক শব্দ প্রায়ােপগমন, প্রায়ােপবেশন, প্রায়ােপাসন প্রভৃতি। সুতরাং ‘পাওবগ’ পদের অর্থ কৃত-প্রায়ােপগমন।] মৃত্যুপণে আহার ত্যাগ করিয়া নিশ্চলভাবে উপবিষ্ট। সা ৫১
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org