________________
( ৫৪ ) ।
থংভিয় [ স্তম্ভিত ] স্তম্ভিত। ১৫, ৬১ থল [ স্থল ] স্থল। সা ১২। থাম [ স্থাম ] স্থাম, সুস্থিততা। ১১৮ থির [ স্থির ] স্থির। ৩৪, ৩৫, থে ১৩ থেজ্জ [ স্থৈর্য ] স্থৈর্য। সা ১৯।
থের [ স্থবির ] [ স্থবিরাে জ্ঞানাদিযু সীতাং স্থিরীকতা, উদ্যতানা উপংহকশ্চ ] জড়-ভাবাপন্ন শিক্ষার্থীর জড়তানাশ ও খরধী শিক্ষার্থীর আগ্রহবর্ধন স্থবিরদিগের কাজ। সা ৪৬, ৫, ৬, ৬৯। •
থের-কল্পং [ স্থবিরকল্প ] স্থবিরদিগের আচার-বিষয়ে বিধি-নিষেধ, নৈতিক জীবন যাপনের নিয়ম। সা ৬৩, ৫৭ | থেরাবলী [ স্থবিরাবলী ] স্থবিরাবলী, স্থবিরদিগের বংশতালিকা। থে ৪
থেরিয়া [ স্থবিরা ] স্থবিরা। পালি ‘থেরী। সা ৩৯ থােব [ স্তোক ] স্তোক। ১১৮, ১২৪
৭ সাত নিশ্বাসে এক স্তোক [ থােব ] হয়। বহুতর নিশ্বাসে এক ক্ষণ [ ছণ ] হয়। মতান্তরে ৬ ছয় নাড়িকায় এক ক্ষণ। ছয় ক্ষণে এক ঘাটি। ৭ স্তোকে এক লব হয়। ৭০ লবে এক মুহূৰ্ত্ত হয়।
দইয় [ দয়িত ] দয়িত। ৩৮ দংসণ [ দর্শন ] দর্শন। ১, ১৬, ১১১, ১১৪, ১২৩, ১৪৩, ৯, ৩৯, ৪৬
দংসণিজ্জ [ দর্শনীয় ] দর্শনীয়। দংসণিয়া [ দর্শনিকা ] দর্শনিকা। ১০৪ দখ [ দক্ষ ] দক্ষ, নিপুণ। ৬০, ১১০, ১৫৫
দগ, দক, [ উদক ] জল। ৩৮। সা ২৯। দএ [ উদক ] জল। সা ২৯। দয়। [ উদক ] জল। সা ২৯
দগ-য় [ উদকরজস] জলবিন্দু। “দকরজো বিন্দুমাত্র। দকে। ৰহবাে ৰিবঃ। দকফুসিয়া ফুসারম্ অবশ্যায় ইত্যৰ্থঃ।” সা ২৯
| দগ-রয় [ উদকরয় ] জলস্রোত। শুভ্রত্বের উপমা। ৩৩, ৩৫, ৩৬ ৩৮, ৪০।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org