________________
চম্ম [ চর্ম ] চর্ম । ৬০
চয় [ চাব ] চ্যবন, পতন।
পতনশীল ।
10.
চৰণ [ চ্যবন ] পতন ৷ ১২১
চরিত্ত [ চরিত্র ] চরিত্র। বিকল্পে 'চরিয়’, ‘চরিউ’।
থে ১৩ ।
চলমাণ [ চলমান, চলৎ ] চলন্ত । ৯৪, ১৩২, সা ৪৪,
চলিয় [ চলিত ] চলিত । ৪৩
চবল [ চপল ] চপল। ১৫, ২৮, ২৯
চাউরংত [ চাতুরস্ত ] চতুঃসীমা পর্যন্ত বিস্তৃত। “ধর্মবর চাতুরত্ত চক্রবর্তিভ্যঃ। ত্রয়ঃ সমুদ্রাশ, চতুর্থো হিমবান্ এতে চত্বারঃ পৃথিব্যা অন্তাঃ । তেষু ভবাঃ স্বামিতয়েতি চাতুরত্তাঃ । তে চ চক্রবর্তিনঃ। ধর্মেষু বরঃ শ্রেষ্ঠো ধর্মবরঃ । তত্র বিষয়ে চাতুরন্ত-চক্রবর্তিনঃ ইব ধর্মবরচাতুরন্ত-চক্রবর্তিনঃ।” ১৬, ৮০ ।
চেচ্চা।
( 88 )
"
চাউলোদগ [ তলোদক ] চাউল ধোয়া জল। সা ২৫। চাউলোদণ [ তণ্ডুলোদন ] ভাত । সা: ৩৩-৩৫।
চামীকর—সোনা ।
চমীকর = স্বর্ণখনি। চমীকরে প্রাপ্ত বস্তু
চিত্ত [ চিত্ত ] চিত্ত
।
২, ১৪৯, ১৭১ । চয়মাণ [ চ্যমান ]
চামীকর । ৩৬
চিচ্চা, চেচ্চা, চেজ্জা [ ত্যক্ত । ] ত্যাগ করিয়া । ১১২। সচ্চ, অমচ্চ প্রভৃতিতে ত্য >চ্চ। এখানে প্রথমাক্ষরে ত্য > চ্চ > চ। ত্যজ > চ্চজ>চ্চিজ>চ্চেজ । চেজ +ত্বা= চেচ্চা। চিত্ত>চিচ + ত্বা = চিচ্চা,
৪২, ৪৪, ৪৮, ৬১, ৬৩। চিত্তা [ চিত্রা ] চিত্রা।
চিত্র-খচিত।
32
Jain Education International
১১৪, ১২০ |
৫, ৫০। চিত্ত [ চিত্র ] চিত্র। ১৪, ৩২, ৩৭, চিত্ত, চেত্ত [ চৈত্র ] চৈত্র। ৯, ১১৫, ২১১। ১৭১, ১৭৪, ১৮২। চিত্তিয় [ ‘চত্রিত ] চিত্রিত ;
চিংতিয়—চিন্তিত। ১৬, ৯০
চিয়ত্ত [ ত্যক্ত ] ত্যক্ত। ১১৭। ত্যজ, >চ্চাজ >চিয়জ >চিয়া।
চিয়চ +ত =চিয়ত্ত।
For Personal & Private Use Only
www.jainelibrary.org