________________
(৩৯ )
খয় [ ক্ষয় ] ক্ষয়। २
খরমুহী [ খরমুখী ] বাদ্যবিশেষ। “ খরমুখিকাঃ কাহলাঃ।” ঢক্কা ৷
১৪, ১০২, ১১৫
খাইম [ খাদিমা ] খাদ্য । ১০৪। সা ৪০
খামিজ্জা [ ক্ষমেত ] ক্ষমা করিবে। সা ৫৯। খমিয়ব্বং খমাবিয়
ক্ষমা করিবে, ক্ষমা করাইবে ।
২৬, ২৯, ৫৭, ৬৪
খায় [ খাত ] খাত ৷ সা ২ খিত্ত, খেত্ত [ ক্ষেত্র ] ক্ষেত। খিপ্পং [ ক্ষিপ্রম্ ] ক্ষিপ্র, শীঘ্র । খীর [ ক্ষীর ] ক্ষীর। খুড্ড [ ক্ষুদ্র ] শিষ্য । ক্ষুদ্রকা বা ] ক্ষুদ্র বা ক্ষুদ্রা। শব্দের ব্যবহার হইয়াছে ।
৩৩, ৩৫, ৩৮, ৪৩। সা ১৭
সা ২০। খুড্ড এ বা খুড্ডিয়া বা [ ক্ষুদ্রকো বা শিষ্য অর্থে ক্ষুদ্র এবং শিষ্য। অর্থে ক্ষুদ্রিকা
সা ৩৮
খুর-মুংডে [ ক্ষুর মুণ্ডিত ] ক্ষুর দ্বারা মুণ্ডিত । চাঁচা মাথা । সা ৫৭ খেড় [ খেট ] ধূলি প্রাকারোপেত নিষ্কর স্থান ৮৯
১১৮
খেল [' শ্লেষ্মন ] শ্লেষ্ম। । ১১৮
থোমিয় [ ক্ষৌমিক ] ক্ষৌম । রেশমী । ৩২
গই [ গতি ] গতি। কর্মফলে অর্জিত অবস্থা। চারিগতি : দেবগতি, মনুষ্যগতি, তির্যগতি ও নরকগতি। গতির নামান্তর নামকর্ম। —গমন। গয়গতি, গজগতি। ৫, ১৬, ২৮, ১১৮, ১২১, ১৪৫
গইংদ [ গজেন্দ্র ] গজেন্দ্ৰ । ৩৬
গংগাবত্ত [ গঙ্গাবর্ত ] 'গঙ্গাবর্ত' নামক আবত বিশেষ । 80
গজ্জিয় [ গর্জিত ] গর্জন । ৩৩, ৪৪
গণগ [ গণক ] গণক । ৬১
Jain Education International
গণনায়গ [ গণনায়ক ] গণনায়ক । ৬১
গণরায়াণো [ গণরাজানঃ ], গণতান্ত্রিক রাজারা। ১২৮
গণহর [ গণধর ] গণধর । “গণধরঃ তীর্থক্বচ্ছিষ্যাদিঃ”। তীর্থকরের শিষ্যেরা গণধর। গণধর সংখ্যা একাদশ। [১] ইন্দ্রভূতি গৌতম,
For Personal & Private Use Only
www.jainelibrary.org