SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 143
Loading...
Download File
Download File
Page Text
________________ ৭০ ছিল এবং তাহারই কবল হইতে পার্শ্বনাথ একটি মুমূষু সৰ্পকে বাঁচাইয়াছিলেন। সর্পটি এ জন্মে ধরণেন্দ্র নামক দেবতা হইয়াছিলেন, তিনি সর্প-ফণার ছাতা ধরিয়া পার্শ্বনাথকে বৃষ্টি হইতে রক্ষা করিয়াছিলেন। এজন্য পার্শ্বনাথের লাঞ্ছন একটি ফণাবিশিষ্ট সর্প। পার্শ্বনাথ প্রচারিত চারিটি, ব্রত : অহিংসাব্রত, অসত্যত্যাগ। ব্ৰত, অদত্তাদান ব্রত ও অপরিগ্রহ ব্ৰত। পার্শ্বনাথের প্রচারিত ধর্মকে চতুর্যাম ধর্ম এবং মহাবীর স্বামীর প্রচারিত ধর্মকে পঞ্চম ধর্ম বলা হয়। কারণ মহাবীর স্বামী আর একটি ব্ৰত—ব্রহ্মচর্য ব্রত প্রচারিত করিয়াছিলেন। ২৪। মহাবীর (বর্ধমান ) : বৈশালী কুণ্ডনগরের রাজা সিদ্ধার্থ ও রাজ্ঞী ত্রিশলার পুত্র। শাল বৃক্ষমূলে সিদ্ধি। চিহ্ন সিংহ। নির্বাণ পাপাপুরীতে। ইহার বিস্তারিত বিবরণ কল্পসূত্রে আছে। ভবিষ্য তীর্থংকর । এখন দুঃসম যুগ চলিতেছে, ইহার পর দুঃসম-দুঃসম যুগ আসিবে। দুঃসম-দুঃসম যুগে উৎসর্পিণী আবর্তনী আরম্ভ হইবে। তারপর আবার দুঃসম ও দুঃসম-সুষম যুগ আসিবে। সেই দুঃসম-সুষম যুগে আবার তীর্থংকরগণের আবির্ভাব হইবে। তাঁহাদেরও সংখ্যা হইবে ২৪। ১। প্রথম তীর্থংকর পদ্মনাভ দুঃসম-সুষম যুগে আবিভূত হইবেন। তারপর সুষম যুগে ২। সপার্শ্ব, ৩। উদাঈজী, ৪। স্বয়ংপ্রভ ৫। সর্বানুভূতি ৬। দেবত, ৭। উজয়প্রভ, ৮। পেঢ়াল, ৯। পােটিল, ১০। শতকীর্তি, ১১। মুনি সুব্রত [ ইনি পূর্বজন্মে কৃষ্ণের মাতা দেবকী ছিলেন ], ১২। অমম Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy