SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 136
Loading...
Download File
Download File
Page Text
________________ ৭/০ হয়। প্রিয়ংগু বৃক্ষতলে ইনি সিদ্ধিলাভ করেন। ইহার চিহ্ন চক্রবাক। সুমেতশিখর ইহার নির্বাণস্থান। | ৬। পদ্মপ্রভ: ইনি কৌশাম্বীর রাজা শ্রীধর ও রাণী সুসীমার পুত্র। পুত্রের জন্মের পূর্বে রাণী পদ্মপুষ্পের শয্যায় শয়ন করিতে এবং পদ্মপুষ্পের ঘ্রাণ লইতে ভালবাসিতেন বলিয়া পুত্রের নাম হয় পদ্মপ্রভ। ইহার চিহ্নও পদ্ম। প্রিয়ংগুবৃক্ষতলে ইহার সিদ্ধিলাভ হয়। সুমেতশিখরে নির্বাণ! | ৭। সুপার্শ্বনাথ : কাশীরাজ প্রতিষ্ঠ ও রাজ্ঞী পৃথীর পুত্র। রাণীর অঙ্গের দুইপার্শ্বে ধবলরােগ ছিল। পুত্রের প্রসবমাত্রই ‘ইনি রােগমুক্ত হইয়া সুপাশ্বা হন। সেইজন্য ইহার পুত্রের নাম হয় সুপার্শ্বনাথ। শিরীষ-বৃক্ষতলে ইহার সিদ্ধিলাভ ঘটে। ইহার চিহ্ন ছিল স্বস্তিক। সুমেশিখর বা পরেশনাথ পাহাড়ে পরিনির্বাণ। ৮। চন্দ্রপ্রভ: চন্দ্রপুরীর রাজা মহাসেন ও রাণী লক্ষ্মণার পুত্র। রাজ্ঞী চন্দ্রের তরল রশ্মি দোহদ-রূপে পান করিতে ইচ্ছা করিয়াছিলেন বলিয়া ছেলের নাম হয় চন্দ্ৰপ্ৰভ। কথিত আছে যে সুস্নিগ্ধ জলে একটি থালা ) পরিপূর্ণ করিয়া তাহাতে চন্দ্রবিম্ব প্রতিফলিত হইলে সেই জল রাণীকে পান . করিতে দেওয়া হয়। পুত্রের অঙ্গের বর্ণও চন্দ্রের ন্যায় শুভ্র ও উজ্জ্বল ছিল। নাগবৃক্ষতলে ইনি সিদ্ধিলাভ করেন। চিহ্ন চন্দ্রকলা। নির্বাণস্থান সুমেতশিখর। ৯। সুবিধিনাথ [সুবুদ্ধিনাথ ] বা পুষ্পদন্ত কাকেন্দ্রীপুরীর রাজা সুগ্রীব ও রাজ্ঞী রমার পুত্র। জন্মের পূর্বে ইহার পিতার কুটুম্বগণ কলহ-রত ছিলেন। ইহার জন্মের পর তাহাদের কলহের অবসান ঘটে। সেইজন্য ইহার নাম Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy