________________
।।
সাত
পাওয়াপুরী
| বৌদ্ধদের যেমন কুশীনগর জৈনদের তেমনি পাওয়া। কুশীনগরে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, পাওয়ায় মহাবীর। কুশীনগরে না এলে তাই যেমন বৌদ্ধদের তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না, পাওয়ায় না এলে তেমনি জৈনদের তীর্থ-যাত্ৰাও অপূর্ণ থাকে।
পাওয়ার প্রাচীন নাম কিন্তু অপাপা যেন পাপের এখানে প্রবেশ নেই। বাস্তবেও তাই। জায়গাটি যেমন শান্ত, তেমনি পবিত্র। মহাবীরের নির্বাণ-ভূমি বলেই হয়ত।
কিন্তু পাওয়ার কথা বলবার আগে সংক্ষেপে এখানে মহাবীরের কথা বলে নেই। কারণ মহাবীরের নাম জানা থাকলেও মহাবীরের জীবন-কথা আমাদের অনেকেরই জানা নেই। বুদ্ধ-কথা 'সাধারণের মধ্যে যতটা ছড়িয়ে পড়েছে মহাবীর-কথা ঠিক ততটা নয়। অথচ বুদ্ধ ও মহাবীর এরা দু’জনে প্রায় একই সময়ে একই প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তাদের ধর্মের প্রচার ও প্রসারের ক্ষেত্রও ছিল প্রায় এক।
৪৭
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org