________________
দিয়ে স্নান করান হয় ৷ এর জন্য মূর্তিটির সমান উঁচু একটী মঞ্চও তৈরী করা হয়। সেই মঞ্চের ওপর দাঁড়িয়ে পুরোহিত অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন ! সেই দৃশ্যও দেখবার মতো। সেই সময় এখানে এলে সেই মহোৎসবের আনন্দে অংশ গ্রহণও করা যায় ৷
বিন্ধ্যগিরির সম্মুখেই চন্দ্রগিরি । তবে উচ্চতায় বিন্ধ্যগিরির তুলনায় চন্দ্রগিরি অনেক ছোট এবং ওপরে উঠবার শেষ পর্যন্ত সিঁড়িও নেই ৷ সামান্য মাত্র পথ রয়েছে। চন্দ্রগিরির মাথায় একটী প্রাকারের মধ্যে অনেক জৈন মন্দির ও শিলালেখ আছে । এই সমস্ত মন্দিরের মধ্যে চামুণ্ড রায় বসতি, চন্দ্রগুপ্ত বসতি প্রভৃতি উল্লেখযোগ্য। পাহাড়ে উঠবার মুখে একটী গুহা আছে—যাকে ভদ্রবাহুর গুহা বলে অভিহিত করা হয় । ভদ্রবাহু এখানেই নিৰ্বাণ লাভ করেন। গুহায় তাঁর চরণ-চিহ্ন বর্তমান ।
এই ভদ্রবাহুকেই অনেকে পঞ্চম শ্রুত-কেবলী ভদ্রবাহু বলে মনে করেন যিনি কল্পসূত্র ইত্যাদি গ্রন্থ রচনা করেছিলেন। এই ভদ্রবাহুকেই আবার মৌর্য-সম্রাট চন্দ্রগুপ্তের দীক্ষাগুরু বলে অভিহিত করা হয়। পাটলীপুত্রে দুর্ভিক্ষ আরম্ভ হলে এঁকে অনুসরণ করেই চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্যে আসেন ও জীবনের শেষ বারো বছর এখানে অতিবাহিত করে অনশনে মৃত্যু বরণ করেন। কিন্তু এ সম্বন্ধে মতদ্বৈধতার অবসর আছে।
কারণ পঞ্চম
শ্রুত-কেবলী ভদ্রবাহুর সময় চন্দ্রগুপ্তেরও প্রায় ৮০ বছর আগে। তাই ভদ্রবাহুর পক্ষে চন্দ্রগুপ্তের দীক্ষাগুরু হওয়া সম্ভব নয়। দ্বিতীয়তঃ, যে দুর্ভিক্ষের কথা এখানে বলা হয়েছে তা নন্দরাজাদের সময়েই পাটলীপুত্রে হয়েছিল ও ভদ্রবাহু স্বামী পাটলীপুত্র হতে তখন নেপালের দিকে প্রস্থান করেন, দাক্ষিণাত্যে নয়। তাছাড়া যে ভদ্রবাহু স্বামী দাক্ষিণাত্যে গমন করেন তিনি দুর্ভিক্ষের প্রারম্ভেই উজ্জয়িনী হতে সাধুসঙ্ঘ সহ দাক্ষিণাত্যে গমন করেন বলে বলা হয়ে
40
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org