________________
৯
=
• এFuা ,
L
IL।
Laun
শ্রবণ বেলগােল
যে তিনটি জায়গা মহীশূর রাজ্যকে বিশ্ববিখ্যাত করেছে শ্রবণ বেলগোল তার একটী। বেলুর ও হালেবিদ-এর কথা হয়ত অনেকেরই জানা আছে। তাদের খ্যাতি মন্দির স্থাপত্য ও ভাস্কর্যের জন্য। মন্দিরের গায়ে সূক্ষ্ম অলঙ্করণ। কিন্তু সব কিছুকে সেখানে হার মানিয়ে গেছে শিল্পীর ধৈর্য। দিনের পর দিন কি নিষ্ঠার সঙ্গেই না তাদের পাথর কুরে মূর্তি বার করতে হয়েছে ও লতা পাতা। কিন্তু শ্রবণ বেলগােলের খ্যাতি ঠিক সে কারণে নয়, অন্য কারণে। সেখানে সেই অলঙ্করণ নেই, কিন্তু আছে শিল্পীর রূপকল্পনার দুঃসাহস আর নির্মাণশৈলীর সৌকর্য। সেই এক বিস্ময়ের চমক। গােম্মটেশ্বর একটী পাথরে তৈরী পৃথিবীর সব চাইতে বড় মূর্তি। ৫৭ ফুট দীর্ঘ। কিন্তু তার চাইতেও বড় কথা শিল্প-সৌন্দর্যেও তা অতুলনীয়।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org