________________
নিনাদের সঙ্গে সঙ্গে সেই বিবাহের শোভাযাত্রা প্রাসাদ হ'তে নিৰ্গত হ’ল
অনেক পথ ঘুরে সেই শোভাযাত্রা যখন উগ্রসেনের প্রাসাদের কাছাকাছি এসে পৌঁচেছে তখন কুমার নেমি বিবাহ মণ্ডপের অদূরে পিঞ্জরাবদ্ধ ভয়ার্ত ও দুঃখিত পশুদের দেখতে পেলেন। তিনি তাদের করুণ মুখচ্ছবি ও আর্তনাদে বিচলিত হয়ে সারথিকে জিজ্ঞাসা করলেন, সারথি, এই সমস্ত স্বাধীন পশুদের এখানে কেন আবদ্ধ করে রাখা হয়েছে ? সারথি তার প্রত্যুত্তরে বলল, কুমার, সে আপনার বিবাহে উপস্থিত রাজন্যদের আহারের জন্য।
সে কথা শুনে অরিষ্টনেমি দুঃখিত হলেন । মনে মনে বিচার করে দেখলেন তাঁর জন্য যদি এতোগুলো প্রাণীর হত্যা হয় তবে তা উচিৎ হয় না । তিনি তখন সেই মত্তগন্ধ হাতী হতে অবতরণ করলেন ও সেই সমস্ত ভয়ার্ত পশুদের মুক্ত করবার আদেশ দিয়ে কুণ্ডল, কটিসূত্র ও আভরণাদি পরিত্যাগ করে সেইখান হতেই প্রব্রজ্যা গ্রহণের সঙ্কল্প নিয়ে প্রত্যাবর্তন করলেন।
এ সংবাদ যখন প্রথম রাজীমতীর কাছে পৌঁছুল তখন তিনি শোকার্তা হয়ে মূৰ্চ্ছিতা হয়ে পড়লেন । আকস্মিক এই আঘাত ৷ কিন্তু মূৰ্চ্ছাভঙ্গের পর হৃদয়কে তিনি শক্ত করলেন। মনে মনে ভাবলেন, আমি কুমার নেমির দ্বারা পরিত্যক্তা হয়েছি । আমাতে যখন তাঁর মোহ নেই তখন তিনিই ধন্য। আমাকে ধিক্ যে তাঁর প্রতি আমার মোহ এখনো গেল না । থাকা আর আমার পক্ষেও উচিৎ হয় না। গ্রহণ করাই শ্রেয় ।
তাই সংসারে প্রব্রজ্যা
আমারও
রাজীমতী তখন নিজের হাতে সেই নববধূর সাজ খুলে ফেললেন। মেঘ রজনীর মতো কালো চুল নিজের হাতেই উৎপাটিত করলেন। তারপর তিনিও প্রব্রজ্যা নিয়ে সংসার পরিত্যাগ
২৮
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org