________________
তথ্য এখানে ওখানে ছড়িয়ে রয়েছে তা হতে তিনি যে ঐতিহাসিক ব্যক্তি ছিলেন সে ধারণাই দৃঢ় হয়।
অরিষ্টনেমি মথুরার নিকটবর্তী সৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সমুদ্রবিজয়, মায়ের নাম শিবা। তিনি গৌতম গোত্রীয় ক্ষত্রিয় ছিলেন। বৃষ্ণি কুলােদ্ভব বলে বৃষ্ণিপুঙ্গব বলেও তাকে অভিহিত করা হয়েছে। শ্রীকৃষ্ণ এর কাকাতাে ভাই ছিলেন। অবশ্য বয়সে শ্ৰীকৃষ্ণই বড় ছিলেন।
জরাসন্ধের আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে যাদবেরা যখন দ্বারকায় বসতি স্থাপন করেন তখন সমুদ্রবিজয়ও তাদের সঙ্গে সঙ্গে দ্বারকায় এসে উপস্থিত হন। কুমার নেমি ছোটবেলা হতেই সংসারে উদাসীন ছিলেন। তাই বিবাহেও তার মন ছিল না। কিন্তু শেষ পর্যন্ত এখানে এসে শ্রীকৃষ্ণের আগ্রহাতিশয্যে বিবাহে তাকে সম্মতি দিতে হয়। তার সম্মতি পেয়ে শ্রীকৃষ্ণ তার জন্য ভােগরাজ উগ্রসেনের মেয়ে রাজীমতীকে প্রার্থনা করেন। কংসকে বধ করে এই উগ্রসেনকেই শ্রীকৃষ্ণ মথুরার সিংহাসন দান করেছিলেন। মনে হয়, উগ্রসেনও যাদবদের সঙ্গে সঙ্গে দ্বারকায় চলে এসে থাকবেন। উগ্রসেন শ্রীকৃষ্ণের প্রস্তাব সহর্ষে স্বীকার করে নিলেন। বললেন, কুমার নেমি তার ঘরে এলে তিনি তাকে রাজীমতী দান করবেন।
| তখন অরিষ্টনেমিকে সমস্ত রকম ওষধি দিয়ে স্নান করান হ’ল। স্নান ও তিলক রচনার পর দিব্যাভরণে ভূষিত হয়ে শ্রীকৃষ্ণের মত্তগন্ধ হাতীতে আরূঢ় হলে তিনি তেমনি শােভা পেতে লাগলেন মুকুটমণি যেমন মুকুটে শােভা পায়। তাঁর মাথায় একজন বৃহৎ ছত্র ধারণ করেছিল এবং দু’জন চামর-ধারিণী তঁাকে দু’দিক হতে চামর ব্যজন করছিল। নেমি যাদব ও চতুরঙ্গিনী সৈন্য পরিবৃত হয়ে ঐরাবতে আরূঢ় দ্বিতীয় ইন্দ্রের মতাে শােভা পেতে লাগলেন। তারপর তুর্য
২৭
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org