________________
করলেন, তার নাম হল ইক্ষাকু বংশ । অবসর্পিনীর প্রথম রাজা ছিলেন ।
ঋষভদেবের দুই বিবাহ ছিল। সুনন্দা ও সুমঙ্গলা । সুনন্দার গর্ভে ভরত ও ব্রাহ্মী ও সুমঙ্গলার গর্ভে বাহুবলী ও সুন্দরী জন্মগ্রহণ করেন। এ ছাড়া সুমঙ্গলার গর্ভে আরো ঊনচল্লিশটি যমজ সন্তান উৎপন্ন হয় ৷
ঋষভদেবের এই জীবনীর সঙ্গে ভাগবতের পঞ্চম স্কন্ধে যে ঋষভদেবের চরিত্র আছে তার অদ্ভুত মিল দেখা যায়। সেখানে ঋষভদেবের পিতার নামও নাভি এবং মায়ের নাম মেরু। তাঁরও শত পুত্র ছিল, যাঁদের মধ্যে ভরত সকলের বড় ছিলেন। জৈন মান্যতা অনুরূপ ভাগবতে লিখিত আছে এই ভরত হতেই এই দেশের নাম হয় ভারতবর্ষ। শুধু তাই নয়, ভাগবতে আরো বলা হয়েছে যে ‘শ্রমণানাম্ষীণামূৰ্দ্ধমন্থিনাং' অর্থাৎ শ্রমণ ও ঊর্দ্ধরেতা মুনিদের ধর্ম প্রচারের জন্য তিনি অবতরণ করেছিলেন । এতে মনে হয় এই দুই ঋষভ একই ব্যক্তি ছিলেন। ‘কৈবল্যোপশিক্ষণার্থঃ’—মানুষকে কৈবল্য বা মোক্ষমার্গের শিক্ষা দেবার জন্য তাঁর আসা -ভাগবতের এই উক্তি হতে সে ধারণা আরো দৃঢ় হয় । তাই ভগবান ঋষভ জৈনদেরই একমাত্র নমস্য নন্, ব্রাহ্মণ্য-ধর্মাবলম্বীদেরও। কারণ ভাগবতে এই ঋষভদেবকে ভগবানের অংশাবতার বলে অভিহিত করা হয়েছে।
শত্রুঞ্জয় সৌরাষ্ট্রের পালিতানা সহরের এক মাইল দক্ষিণে অবস্থিত। পশ্চিম রেলওয়ের দিল্লী-আহমেদাবাদ লাইনে মাহেসনা হতে সুরেন্দ্রনগরে যাবার গাড়ী পাওয়া যায়। এই সুরেন্দ্রনগর হতে যে লাইন গেছে ভাবনগর, তারি এক শাখা লাইন এসেছে সীহোর হতে পালিতানায় ।
পালিতানায় অনেক জৈন মন্দির ও ধর্মশালা আছে । প্রায় প্রত্যেক ধর্মশালার সঙ্গেই মন্দির। তা ছাড়া পালিতানা এদিককার
22
বলা বাহুল্য ঋষভই এই
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org