________________
---
-
5
সম্মেতশিখর
কল্যাণ-তীর্থ হিসেবে প্রথমেই যদি কারু নাম করতে হয় ত সম্মেতশিখরের। ক্ষত্রিয়কুণ্ড নয় কি পাওয়া, অযােধ্যা কি কৈলাস। ক্ষত্রিয়কুণ্ড শেষ তীর্থঙ্কর মহাবীরের জন্মভূমি, পাওয়া নির্বাণস্থান। অযোধ্যায় প্রথম তীর্থঙ্কর ঋষভদেব জন্মগ্রহণ করেছিলেন, কৈলাসে নির্বাণ। তবু সম্মেতশিখরের এই মান্যতা। তার কারণ, এক আধ জন তীর্থঙ্কর নয়, কুড়িজন তীর্থঙ্কর এখানে নির্বাণ লাভ করেছিলেন। অজিত, সম্ভব, অভিনন্দন, সুমতি, পদ্মপ্রভ, সুপার্শ্ব চন্দ্র প্রভ, সুবিধি, শীতল, শ্রেয়াংস, বিমল, অনন্ত, ধর্ম, শান্তি, কুন্থ, অর, মল্লি, মুনিসুব্রত, নমি ও পার্শ্ব । তাই মহাবীর ও ঋষভ, বাসুপূজ্য ও নেমি ছাড়া সম্মেতশিখর আর সকলের নির্বাণভূমি। বাসুপূজ্য চম্পায় নির্বাণ লাভ করেন আর নেমি গিরনার পাহাড়ে। সম্মেতশিখর জৈনদের কাছে যে এত পবিত্র তার কারণই এই।
কুড়িজন তীর্থঙ্কর ছাড়াও সম্মেতশিখরে আরো অনেক মুনি ও
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org