________________
সংবর—যে সমস্ত ক্রিয়ায় কর্মের আগমন নিরুদ্ধ হয় তাই সংবর। সংযম, শুভধ্যান, ইচ্ছা নিরোধ ইত্যাদি সংবর সাধনার অন্তর্গত।
・
সমিতি –সমিতি পাঁচটী : ঈর্য!, ভাষা, এষণা, আদান নিক্ষেপ ও উৎসর্গ। ঈর্যা অর্থাৎ পথ চলবার সময় সংযত হয়ে পথ চলা, ভাষা অর্থাৎ বাক্য প্রয়োগে সংযত হওয়া, এষণা অর্থাৎ ভিক্ষা গ্রহণের সময় যথা নিয়ম ভিক্ষাগ্রহণ, আদান নিক্ষেপ অর্থাৎ কোন বস্তু তোলা বা রাখার সময় সতর্কতা ও উৎসর্গ অর্থাৎ মলমূত্র পরিত্যাগের সময় সাবধানতা। সমিতির উদ্দেশ্য কোন প্রকারে
জীবকে কষ্ট না দেওয়া ।
জ্ঞান-দর্শন-চারিত্র— এই তিনটীকে একত্রে ত্রিরত্ন বলা হয় ৷ জ্ঞান অর্থাৎ তত্ত্বজ্ঞান। দর্শন সেই তত্ত্বে শ্রদ্ধা। চারিত্র তদনুরূপ এই তিনটির সাধনায় সিদ্ধি । এইটিই জিন
জীবন যাপন । প্রবর্তিত পথ ৷
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org