________________
কয়েকটী পারিভাষিক শব্দ।
উপসর্গ–বিঘ্ন বা বাধা। প্রলােভনাদিও শ্রমণ জীবনের বাধা। সেগুলি অনুকূল উপসর্গ।
একত্ব ভাবনা—একাই এসেছি, একাই যেতে হবে, আমার কৃতকর্মের ফল আমাকেই ভােগ করতে হবে এই ভাবনা। । কষায়—যা আত্মাকে ক্লিষ্ট করে। ক্রোধ, মান, মায়া ও লােভ এই চারটীকে কষায় বলা হয়।
গন্ধন জাতীয় সর্প—মন্ত্রের দ্বারা আকৃষ্ট হয়ে গন্ধন জাতীয় সর্প দষ্ট স্থান হতে বিষ আকর্ষণ করে নেয়। অগন্ধন জাতীয় সৰ্পকে অগ্নিতে দগ্ধ করলেও তা করে না। শ্রমণের অগন্ধন সর্পের মতাে হওয়া উচিত। যে সংসার তিনি পরিত্যাগ (বমন) করে এসেছেন তার দিকে আকৃষ্ট হওয়া উচিত নয়। | গুপ্তি—কায়িক, বাচিক ও মানসিক ভেদে ত্রিবিধ। গুপ্তির উদ্দেশ্য দেহ, মন ও বাক্যের নিয়মন যাতে সেগুলি উন্মার্গে না গিয়ে সন্মার্গে প্রবর্তিত হয়।
পরিগ্রহ-সঞ্চয়, মমত্ববােধ।
মহাব্ৰত—অহিংসা, সত্য, অচৌর্য, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটি মহাব্রত।
রজোহরণ—মােটা সুতাের সম্মার্জনী। শ্রমণেরা এই সম্মার্জনী দিয়ে বসবার বা চলবার আগে মাটি ঝাড় দিয়ে নেন যাতে ক্ষুদ্র জীব শরীর বা পায়ের চাপে পিষ্ট না হয়।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org