________________
আমার জন্য সমস্ত সম্পত্তি দান করতে প্রস্তুত ছিলেন, আমার মা আমার শিয়রে বসে অনর্গল অশ্রু বিসর্জন করছিলেন, আমার ভাই, বােন আমার চারদিক ঘিরে সর্বদা দাড়িয়ে রয়েছিলেন, আমার স্ত্রী এক মুহুর্তও আমার শয্যা পরিত্যাগ করে যান নি, কিন্তু তাদের কেউই আমার বেদনা লাঘব করতে সমর্থ হন নি।
রাজ, সেই আমার অনাথত্ব, মানুষের অনাথত্ব।
তখন আমার মনে হয়েছিল যে বেদনা আমি ভােগ করছি, সেই বেদনা জীবনে জীবনে অনন্তবার। আমি ভােগ করেছি।
রাজন, মনে মনে তখন স্থির করলাম
৩৯
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org