________________
কে যেন তীক্ষ্ণ অস্ত্র একসঙ্গে আমার চোখ, কান ও নাকের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে।
আমার কটিদেশ, হৃদয় ও মস্তিষ্ক কে যেন বজের মতাে প্রজ্বলিত করে দিয়েছে। আমি অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলাম।
আমার পিতা। আমাকে তদস্থ দেখে মন্ত্র, ওষধি ও শস্ত্র প্রয়ােগে পারদর্শী। চিকিৎসকদের সমবেত করেছিলেন, তারাও তাদের সাধ্য মতাে। আমাকে সুস্থ করবার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজ, তঁাদের কেউই আমার যন্ত্রণা লাঘব করতে সমর্থ হন নি। সেদিন আমি প্রথম অনুভব করেছিলাম— আমি অনাথ, আমার কেউ রক্ষক নেই।
রাজ।
আমার পিতা
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org