________________
তুমি স্বচ্ছন্দে প্রব্রজ্যা গ্রহণ করাে, কিন্তু শ্রমণাচারে রােগের প্রতিকার না করা রূপ দুঃখ আছে।
মৃগাপুত্র বলল : পিতা, আপনি যা বলছেন। তা সত্য, কিন্তু বনের পশু-পক্ষী রােগাক্রান্ত হলে, কে তার প্রতিকার করে ?
আমিও অরণ্য মৃগের মতাে একাকী বিচরণ করব ; সংযম ও তপস্যা দ্বারা একাকী ধর্ম আচরণ করব।
মৃগ যেমন অনিয়ত-স্থান-বিহারী হয়ে আহার্য ও পানীয় সংগ্রহ করে, আমিও সেরূপ অনিয়ত স্থান-বিহারী হয়ে মুক্তির দিকে অগ্রসর হব।
সেকথা শুনে। মৃগাপুত্রের পিতামাতা বললেন : পুত্র, তােমার যাতে সুখ হয়, তাই করাে।
মৃগাপুত্রীয়। উত্তরাধ্যয়ন।
.৩৪
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org