________________
আমি মৃগের ন্যায় বিবশ হয়ে পাশে ও জালে ধৃত, বদ্ধ ও রুদ্ধ হয়ে বহুবার ব্যাপাদিত হয়েছি।
আমি পরবশ হয়ে মৎস্যের ন্যায় বঁড়শী ও জালের দ্বারা অনন্তবার ধৃত হয়েছি ; আমাকে চেরা, ফাড়া ও হত্যা করা হয়েছে।
আমি পক্ষীর ন্যায়। অনন্তবার শেন পক্ষীর দ্বারা ধৃত হয়েছি ; জালে বদ্ধ ও আঠাতে সংলগ্ন হয়ে পরে বিনাশিত হয়েছি। আমাকে বৃক্ষের ন্যায় কুঠার ও পরশু দিয়ে খণ্ড খণ্ড করা হয়েছে, আমার ছাল । ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমি সমস্ত জীবনে দুঃখপূর্ণ বেদনাই অনুভব করেছি, মুহূর্তমাত্ৰ সুখানুভব করিনি। সেকথা শুনে। মৃগাপুত্রের পিতা বললেন : পুত্র,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org