________________
আমার বলতে কিছু নেই, তাই আমি সুখে আছি, সুখে জীবন ধারণ করছি, মিথিলা দগ্ধ হলে আমার কিছুই দগ্ধ হয় না।
স্ত্রী-পুত্র পরিত্যাগী শ্রমণের প্রিয় অপ্রিয় কিছু থাকে না।
যার পরিগ্রহ নেই, যার গৃহ নেই, যে ভিক্ষান্নে জীবন ধারণ করে একত্ব ভাবনায় যার হৃদয় পরিপূর্ণ, সে সর্বদাই সুখে সংলীন থাকে।
ইন্দ্র বললেন : রাজ, সুদৃঢ় অর্গল ও দ্বার যুক্ত প্রাকার, অস্ত্রশস্ত্র পরিপূর্ণ। প্রাকারােপরস্থ প্রকোষ্ঠ, পরিখা ও শতঘ্নী দিয়ে নগর পরিবেষ্টিত করে আপনি প্রব্রজ্যা গ্রহণ করুন।
নমি বললেন : ব্রাহ্মণ, শ্রদ্ধাই নগর, ক্ষমা প্রাকার, তপ ও সংবর দ্বার ও অর্গল,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org