________________
দুই জীবন : দুই আদর্শ।
মিথিলাধিপতি রাজা নমি অন্তঃপুরিকাদের সঙ্গে স্বর্গসুখ অনুভব করে আনন্দে কাল ব্যতীত করতেন।
তারপর একসময় মােহ উপশান্ত হলে তিনি প্রব্রজ্যা গ্রহণ করেন।
নমি প্রব্রজ্যা গ্রহণ করলে এককালে সমগ্র মিথিলায় করুণ কোলাহল উত্থিত হল।
দেবরাজ ইন্দ্র তখন ব্রাহ্মণ বেশে নমির কাছে উপস্থিত হয়ে বললেন : রাজর্ষি, আগুন ও বাতাসে আপনার প্রাসাদ যখন দগ্ধ হচ্ছে তখন অন্তঃপুরিকাদের আপনি কেন রক্ষা করছেন না ?
নমি প্রত্যুত্তর দিলেন । ব্রাহ্মণ,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org