________________
যা হয়েছে তাই ন্যায়
15
প্রশ্নকর্তা : সমস্ত ঘর ত্রস্ত-ব্যস্ত হয়ে যাবে !
দাদাশ্রী : আরে, সবাইকে পাগল করে দেবে। আর স্ত্রী বেচারী তো পরে চায়ে চিনি দিতেও ভুলে যাবে। একবার কোন কিছুতে কুণ্ঠিত হলে কি হবে ? অন্য সব ব্যাপারেও কুণ্ঠিত হতে থাকবে।
প্রশ্নকর্তা : দাদা, ওখানে সেই সময় নালিশ না করলেও পরে তো আমার শান্তভাবে ঘরের লোকেদের বলা উচিৎ নয় কি যে ভাই, জলে কেরোসিন মিশেছিল ; এরপরে খেয়াল রেখো।
দাদাশ্রী : সেটা কখন বলা উচিৎ ? চা-জলখাবার খাচ্ছো, হাসিঠাট্টা করছো, তখন হাসতে হাসতে বলতে পারো। যেমন আমি এখন এই কথা প্রকাশ করলাম না ? এইভাবে যখন হাসি-মস্করা করছো তখন কথাটা বলতে পারো ।
প্রশ্নকর্তা : অর্থাৎ সামনের লোকের দুঃখ না হয় এইভাবে বলতে হবে তো ?
দাদাশ্রী : হ্যাঁ, এইভাবে বলা যায় তো সামনের লোককে হেল্প করবে। কিন্তু সব থেকে ভাল রাস্তা তো এটাই যে আমিও চুপ আর তুমিও চুপ। এর মতো আর একটাও নয়। কারণ যাকে এই সংসার থেকে মুক্তি পেতে হবে সে একটুও নালিশ করবে না।
প্রশ্নকর্তা : পরামর্শরূপেও কিছু বলবে না ? ওখানে কি চুপ করে থাকাই উচিৎ ?
দাদাশ্রী : ও ওর সমস্ত হিসাব নিয়ে এসেছে। বিবেচক হওয়ার সমস্ত হিসাবও ও নিয়েই এসেছে। আমি এটাই বলতে চাইছি যে এখান থেকে যেতে হলে দৌড়ে পালাও। আর পালিয়ে যেতে হলে কিচ্ছু বলবে না। যদি রাতে পালাতে হয় আর চেঁচামেচি করে তো ধরে ফেলবে না।
ভগবানের কাছে কিরকম হয় ?
ভগবান ন্যায়স্বরূপও নন আর অন্যায়স্বরূপও নন। কারোর দুঃখ