________________
ভুগছে যে তার ভুল
স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে খুব ঝগড়া করে শুয়ে পড়ার পর যদি তুমি চুপিচুপি দেখতে যাও আর দ্যাখাে যে স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন অথচ স্বামী এপাশ-ওপাশ করছে তাে বুঝবে যে সব ভুল স্বামীরই। স্ত্রী তাে কষ্ট পাচ্ছে না। যার ভুল সেই ভােগে।
আর যদি সে সময় স্বামী ঘুমাচ্ছে আর স্ত্রী জেগে আছে তাে জানবে | যে ভুল স্ত্রী-র। ‘ভুগছে যে তার ভুল’, এ এক গভীর ‘সায়েন্স’। সমগ্র জগৎ তাে নিমিত্তকেই কামড়াতে যায়।
এর ন্যায় কি ?
এই জগৎ নিয়মের অধীনে চলছে, এ কোন গল্পকথা নয়। এর ‘রেগুলেটর অফ দি ওয়ার্ল্ড’-ও আছে যা নিরন্তর এই ওয়ার্ল্ডকে। রেগুলেশনে রাখছে।
বাসস্ট্যাণ্ডে কোন মহিলা দাঁড়িয়ে আছে ; এখন বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকা কি দোষ ? ইতিমধ্যে সাইড থেকে একটা বাসস্ট্যাণ্ডের ওপরে উঠে গেল কারণ ড্রাইভার স্টীয়ারিং -এর উপর কন্ট্রোল রাখতে পারেনি আর সেই মহিলাকে চাপা দিল এবং বাসস্ট্যাণ্ডও ভেঙে ফেললাে। পাঁচশ’ লােক সেখানে জড়াে হয়ে গেল। এখন এই লােকেদের যদি বলা হয় যে এর ন্যায়বিচার করাে তাে তারা বলবে এই মহিলা বেচারা বিনা দোষে মারা গেলাে। এতে এই মহিলার কি দোষ ছিল ? এই ড্রাইভারই অপদার্থ। তার পরে চার-পাঁচজন বুদ্ধিমান মিলে বলতে থাকলাে, এই বাস ড্রাইভার কিরকম, এসব লােককে তাে জেলে পাঠানাে দরকার, এই করা উচিৎ, ওই করা উচিৎ। বেচারী মহিলা তাে বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে ছিল, তার কি দোষ ? আরে, তােমরা এর দোষ জান না, দোষ ছিলাে তাই তাে মারা পড়লাে। আর এই ড্রাইভারের দোষ যখন এ ধরা পড়বে তখন হবে। এখন তাে ওর কেস চলবে আর কেসে যদি দোষী প্রমাণিত হয় তাে হল নয়তাে নির্দোষ বলে ছেড়ে দেবে। এই মহিলার ভুল আজ ধরা পড়ে গেছে। আরে, হিসাব ছাড়া কি কেউ মারতে পারে ? মহিলা তার আগের হিসাব