SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 47
Loading...
Download File
Download File
Page Text
________________ ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর। সেইভাবে এই কলমে লেখা হয়েছে। এই নয় কলম অনুসারেই আমার ব্যবহার হয় কিন্তু তবুও আমাকে ভগবান বলা যায় না। ভগবান তাে যিনি ভিতরে আছেন তিনিই ! নয়তাে কোনাে মানুষ এমন ব্যবহার করতে পারে না। | চৌদ্দ লােকের সার আছে এর মধ্যে। এই যে নয় কলম লেখা হয়েছে এতে। চোদ্দ লােকের সার আছে । পুরাে চোদ্দ লােকের যে দই তা মন্থন করে এই মাখন তুলে এনেছি । সেইজন্যে এরা সবাই এত পূণ্যবান যে (অক্ৰম-মার্গের) লিফটে বসে বসে মােক্ষে যাচ্ছে । হ্যা, ব্যাস শর্ত এইটুকুই যে হাত বাইরে বের করবে না ! এই নয় কলম তাে কোথাও নেই। নয় কলম তাে পূর্ণ পুরুষই লিখতে পারেন। (সাধারণতঃ) উনি তাে থাকেই না ; উনি থাকলে তাে লােকেদের কল্যাণ হয়ে যায় । বীতরাগ বিজ্ঞানের সার ! এই ভাবনা করার সময় কিরকম হওয়া উচিৎ ? পড়ার সময় প্রত্যেকটি শব্দ। চোখের সামনে থাকা দরকার । যদি তুমি পড়ছে’ এরকম ‘দ্যাখাে’ তাহলে তুমি অন্য জায়গায় মগ্ন হবে না । এই ভাবনা ভাবার সময় তুমি অন্যত্র যাবে না । আমি একটি ক্ষণের জন্যেও অন্য জায়গায় যাই না। সেই মার্গে তােমাকেও আসতে হবে তাে? যে জায়গায় আমি আছি সেখানে ! এই ভাবনা ভাবলে পূর্ণ হতে থাকবে । এই ভাবনাটাই করার যােগ্য। | হ্যা, মন-বচন-কায়া একত্র রেখে করার এই ভাবনা কর। এ অবশ্যই করবে। সেইজন্যে এখন তুমি নয় কলম তাে নিশচয়ই করবে। সম্পূর্ণ বীতরাগ বিজ্ঞানের সার এই নয় কলম ! আর প্রতিক্ৰমণ-প্রত্যাখান সব কিছু এর মধ্যে এসে যায়। এইরকম কলম কোথাও বেরােয়নি। যেমন এই ব্রহ্মচর্যের বই বেরােয়নি, তেমনি এই নয় কলম-ও বেরােয়নি। এই কলম যে পড়বে, এই ভাবনা যে ভাববে তার জগতে কারাের সাথে শত্রতা থাকবে না , সবার সাথে মৈত্রী থাকবে। এই নয় কলম তাে সমস্ত শাস্ত্রের সার। জয় সচ্চিদানন্দ
SR No.034331
Book TitleThe Essence Of All Religion Bengali
Original Sutra AuthorN/A
AuthorDada Bhagwan
PublisherDada Bhagwan Aradhana Trust
Publication Year
Total Pages50
LanguageBengali
ClassificationBook_Other
File Size14 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy