________________
ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর
দাদাশ্রী : হঁ্যা, জগৎ এই লক্ষ্যের সন্ধান পায় নি ; এর ভান-ই নেই। আমি এদের অভিপ্রায় থেকে মুক্ত করতে চাইছি। এখন ‘এটা খারাপ’ এরকম অভিপ্রায় তােমার আগে তৈরী হয়ে গেছে। কারণ এটা ভালাে’ এমন অভিপ্রায় ছিল আর তা থেকেই এই সংসার সৃষ্টি হয়েছে। আর এখন ‘এটা খারাপ এই অভিপ্রায় হলাে তাই মুক্ত হলে। এখন এই অভিপ্রায় ফের কোনাে সংযােগে যেন বদলে না যায় !
| এই নয় কলম রােজ যদি বলাে তাে ধীরে ধীরে লােকের সাথে ঝগড়াঝাঁটি দূর হয়ে যাবে কারণ তােমার নিজের ভাব ভেঙ্গে গেছে। এখন ‘রিঅ্যাকশনারি’ যা তাই শুধু আছে। তা ধীরে ধীরে কম হয়ে যাবে ।
মহাত্মাদের জন্যে , এটা চার্জ কি ডিস্টার্জ ?
প্রশ্নকর্তা : ভাব আর ভাবনার মধ্যে পার্থক্য কি ?
দাদাশ্রী : এই দুই-ই ‘চন্দুভাই’-এর মধ্যে এসে যায় ! কিন্তু ঠিক বলতে গেলে ভাব আর ভাবনার মধ্যে পার্থক্য আছে।
প্রশ্নকর্তা : ভাবনা পবিত্র হয় কিন্তু ভাব ভালাে-ও হয় আবার খারাপ-ও হয়।
দাদাশ্রী : না, ভাবনা পবিত্র হয় এমন নয়। ভাবনা তাে অপবিত্র সম্বন্ধেও বলা হয়। কারাের বাড়ি পুড়িয়ে দেওয়ার ভাবনাও হতে পারে আবার কারাের বাড়ি তৈরী করিয়ে দেওয়ার ভাবনাও হতে পারে । অর্থাৎ ভাবনা দু-রকমেরই হতে পারে কিন্তু ভাবকে চার্জ বলে আর ভাবনাকে ডিস্টার্জ বলে।
তােমার যে মনে হয় আমার এরকম করার ভাব হচ্ছে, এটা করতে হবে, তাও কিন্তু ভাবনা , এ ভাব নয়। সত্যি কথা বলতে ভাব তাে যখন (কর্ম) চার্জ হচ্ছে তখন তাকে বলে।
সেইজন্য ভাবকর্ম থেকে এই জগৎ উৎপন্ন হয়েছে। তুমি কোনাে কাজ করতে না