SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 33
Loading...
Download File
Download File
Page Text
________________ ২৪ ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর জগৎ - কল্যাণ করার শক্তি দিন প্রশ্নকর্তা : ৯. হে দাদা ভগবান । আমাকে জগৎকল্যাণ করার নিমিত্ত হওয়ার পরম শক্তি দিন, শক্তি দিন, শক্তি দিন। আমি এই কল্যাণের ভাবনা করলে তা। কিভাবে কাজ করবে ? দাদাশ্রী : তােমার শব্দ এমন নির্গত হবে যে অন্য ব্যক্তির কাজ হয়ে যাবে । প্রশ্নকর্তা : আপনি পুগলের না কি ‘রিয়েল’-এর (আত্মার) কল্যাণের কথা বলছেন ? দাদাশ্রী : পুল নয়, তােমাকে তাে যা ‘রিয়েল’-এর দিকে নিয়ে যাবে তারই আবশ্যকতা আছে। ফের ‘রিয়েল’-এর সাহায্যে আগের (মােক্ষ পৰ্য্যন্ত ) কাজ হয়ে যাবে। এই রিয়েল’কে যদি পাও তাে “রিলেটিভ’কে পাবেই। সমস্ত জগতের কল্যাণ হােক - এরকম ভাবনা করবে। এ শুধু বলার জন্যে বলবে না ; ভাবনা করবে। এ তাে লােকেরা শুধু বলার জন্যেই বলে , যেমন শ্লোক বলে তেমনি । | প্রশ্নকর্তা : বিনা কাজে শুধুই বসে থাকার চেয়ে এই ভাবনা ভাবলে তাকে ভালাে। বলে তাে ? দাদাশ্রী : খুব ভালাে । খারাপ ভাব তাে নষ্ট হয়ে যায়। এতে যেটুকু হলাে। সেটুকুই ঠিক ; সেটুকু তাে উপার্জন হলাে ! প্রশ্নকর্তা : এই ভাবনাকে কি মেকানিকাল ভাবনা বলা যায় ? দাদাশ্রী : না, মেকানিকাল কিভাবে বলবে ? মেকানিকাল তাে যখন বেশি বেশি করে বলেই যাচ্ছে অথচ নিজের খেয়ালে নেই যে কি বলছে তখন তাকে বলে !
SR No.034331
Book TitleThe Essence Of All Religion Bengali
Original Sutra AuthorN/A
AuthorDada Bhagwan
PublisherDada Bhagwan Aradhana Trust
Publication Year
Total Pages50
LanguageBengali
ClassificationBook_Other
File Size14 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy