________________
যা করার করবে। তাতে জৈনরা বলে, ‘এ তাে কৃষ্ণ ভগবান বলেছেন, মহাবীর ভগবান এরকম বলেন নি। মহাবীর ভগবান এর উপর বলেছেন। ‘রাই মাত্র ঘট-বড় নহী, দেখা কেবলজ্ঞান, ইয়হ নিশ্চয়কর জানিয়ে, ত্যজিয়ে আর্তধ্যান। চিন্তা আর আর্তধ্যান ত্যাগ করাে। কিন্তু ভগবানের কথা মানবে তবে না? না মানলে তাকে আমি কিভাবে ধমকাবাে? আমাকে এরকম বলেছিল। তাে আমি মেনে নিয়েছিলাম। আমি বলেছিলাম, হ্যা ভাই, কিন্তু এ তাে একটাই এরকম কথা তাই আমি অন্য জায়গায় খুঁজলাম। যা ভগবান মহাবীর বলেছেন, তাই কৃষ্ণ ভগবান বলেছেন। তখন আমি বললাম এ তাে মিলে যাচ্ছে, তবুও যদি কারাের ভুল হচ্ছে তাে আরও পরখ করাে।
| এই পরিস্থিতিতে সহজানন্দ স্বামী বলেছেন, “আমার ইচ্ছা বিনা, কারাের দ্বারা তৃণ-ও ভাঙা যায় না। অহাে! আপনি এত শক্তিশালী! আমাকে ছাড়া একটা তৃণও ভাঙবে না? তখন বলে, চলাে, তিনজন মিলে গেছে। তাে আমি বললাম, আরও মেলাতে হবে।
এতে কবীর সাহেব কি বলেছেন, ‘প্রারব্ধ প্রথমে তৈরী হয়, পরে তৈরী হয় শরীর, কবীর আশ্চৰ্য্য এতে হচ্ছে যে মন ধৈর্য্য ধরে না। মনের স্থিরতা থাকে না এটাই বড় আশ্চর্য্য। সবার কথাই মিলে যেতে থাকল, সবাইকে প্রশ্ন করতে থাকলাম। আপনি কি বলছেন? বলুন, বলে ফেলুন।
হ্যা, একজনের ভুল হতে পারে কিন্তু বীতরাগদের তাে ভুল বলতেই পারি । যারা লিখেছে তাদের ভুল হয়ে থাকতে পারে এরকম হতে পারে কিন্তু বীতরাগদের ভুল হয়েছে এরকম তাে কখনই মানব না। আমাকে যতই ঘুরিয়ে বােঝানাে হােক না কেন বীতরাগদের ভুল আমি কখনই মানি নি। জন্ম থেকে, শৈশব থেকে বৈষ্ণব হওয়া সত্ত্বেও আমি এঁদেরকে ভুল বলে মেনে নিই নি। কারণ এনারা পরম জ্ঞানীপুরুষ! যাদের নাম স্তবগান করলেই কল্যাণ হয়ে যায়। আর দেখাে, আমার দশা দেখাে! রাই-মাত্ৰকম-বেশী নয়। অরে! একটা রাইয়ের দানা দেখেছাে তুমি? তখন বলে, নাও! রাইয়ের দানা কি দেখিনি। একটা রাই এর দানার মত পার্থক্যও হওয়ার নয় আর দেখে লােকে কোমর বেঁধে যতক্ষণ পর্যন্ত জাগতে পারে ততক্ষণ জেগে থাকে। শরীরকে টানতেটানতে জেগে থাকে আর হার্টফেল-এর প্রস্তুতি করে।
[১৩]