________________
আমি কে ? (১) ‘আমি’ কে ?
নাম এবং স্বয়ং’, ভিন্ন। দাদাশ্রী : তােমার নাম কি ? প্রশ্নকর্তা : আমার নাম চন্দুলাল। দাদাশ্রী : তুমি কি সত্যিই চন্দুলাল ? প্রশ্নকর্তা : আজ্ঞে হ্যা।
দাদাশ্রী : চন্দুলাল তাে তােমার নাম। চন্দুলাল তােমার নাম নয় কি ? তুমি ‘স্বয়ং’ চন্দুলাল না কি তােমার নাম চন্দুলাল ?
প্রশ্নকর্তা : ওটা তাে নাম।
দাদাশ্রী : হ্যা, তাে তাহলে তুমি’ কে ? যদি ‘চন্দুলাল’ তােমার নাম তাে তুমি কে ? তােমার নাম’ আর ‘তুমি’ আলাদা নও কি ? ‘তুমি’ নাম থেকে আলাদা তাে তুমি’ (স্বয়ং) কে ? আমি কি বলতে চাইছি তা কি তুমি বুঝতে পারছ ? এটা আমার চশমা’ বললে তাে চশমা আর আমি আলাদা নয় কি ? সেইরকম তুমি (স্বয়ং) নাম থেকে আলাদা, এখন এরকম মনে হচ্ছে নাকি ?
| যেমন ধরাে দোকানের নাম রাখা হয়েছে জেনারেল ট্রেডার্স’, তাে সেটা কোন দোষ নয়। কিন্তু আমি যদি ওর মালিককে বলি, এই জেনারেল ট্রেডার্স এদিকে এসাে' তাে মালিক বলবে, জেনারেল ট্রেডার্স’ আমার দোকানের নাম, আমার নাম তাে জয়ন্তীলাল। অর্থাৎ দোকানের নাম আলাদা আর মালিক তার থেকে আলাদা, জিনিষপত্র-ও আলাদা, সব আলাদা আলাদা নয় কি ? তােমার কি মনে হয় ?
প্রশ্নকর্তা : ঠিক কথা।
দাদাশ্রী : কিন্তু ওখানে তাে বলবে, 'না, আমিই চন্দুলাল'। মানে দোকানের নাম-ও আমি আর মালিক-ও আমি! তুমি যে চন্দ্রলাল সে তাে চেনার একটা উপায়মাত্র।