________________
আমি কে ?
54
জ্ঞান সাক্ষাৎকার প্রাপ্তি হেতু ব্যবহার বিধি
(দিনে একবার পড়বেন) প্রকট ‘জ্ঞানীপুরুষ’ দাদা ভগবানকে অত্যন্ত ভক্তি সহকারে নমস্কার করি, নমস্কার করি, নমস্কার করি।
প্রকট ‘জ্ঞানীপুরুষ’দ্বারাযাঁদের ‘সত্ প্রাপ্ত হয়েছে সেই ‘সপুরুষ’দের অত্যন্ত ভক্তি সহকারে নমস্কার করি, নমস্কার করি, নমস্কার করি।
সমস্ত নিষ্পক্ষপাত ‘দেবী-দেবতাদের অত্যন্ত ভক্তি সহকারে নমস্কার করি, নমস্কার করি, নমস্কার করি।
| হে প্রকট জ্ঞানীপুরুষ! তথা হে সৎপুরুষগণ ! আজ এই লেলিহান অগ্নিতে প্রজ্বলিত জগতের কল্যাণ করুন, কল্যাণ করুন, কল্যাণ করুন।। আর আমি এতে নিমিত্ত হই এরকম শুদ্ধ ভাবনা থেকে আপনার সমক্ষে মন-বচন-কায়ার একাগ্রতার সাথে প্রার্থনাবিধি করছি। যা আত্যন্তিকরূপে সফল হােক, সফল হােক, সফল হােক।
| হে দাদা ভগবান! আপনার শুদ্ধ জ্ঞানে দেখা আর আপনার শ্রীমুখ নিঃসৃত শুদ্ধ জ্ঞানসূত্র নিম্ন প্রকারের ঃ—
“মন-বচন-কায়ার সমস্ত লেপায়মান ভাব যা আছে, তার থেকে ‘শুদ্ধচেতন’ সর্বদা নির্লেপ-ই থাকেন।”
“মন-বচন-কায়ার সমস্ত সঙ্গী ক্রিয়া থেকে ‘শুদ্ধচেতন’ সম্পূর্ণ অসঙ্গ-ই থাকেন।”
“মন-বচন-কায়ার অভ্যাস আর এদের স্বভাবকে ‘শুদ্ধচেতন’ জানেন আর নিজের স্বভাবকেও ‘শুদ্ধচেতন’ জানেন, কারণ উনি স্ব-পর প্রকাশক।”
“আহারী আহার করে আর নিরাহারী ‘শুদ্ধচেতন’ কেবলমাত্র তা জানেন।”
| “স্থল সংযােগ, সূক্ষ্ম সংযােগ, বাণীর সংযােগ পর এবং পরাধীন আর ‘শুদ্ধচেতন’ কেবলমাত্র তার জ্ঞাতা-দ্রষ্টা থাকেন।
“স্থলতম থেকে সূক্ষ্মতম অবধি সমস্ত সাংসারিক অবস্থার ‘শুদ্ধচেতন’ কেবলমাত্র জ্ঞাতা-দ্রষ্টা টংকোকীর্ণ, আনন্দ-স্বরূপ।
(3)