________________
আমি কে ?
34
অক্রম মার্গ, সমস্ত বিশ্বে !
এই সংযোগ তো খুবই উচ্চকোটির তৈরী হয়েছে! এরকম অন্য কোথাও হয়নি। একজন মাত্র মানুষ ‘দাদাজী' একা–ই এই কাজ করতে পেরেছেন, দ্বিতীয় অন্য কেউ করতে পারবে না।
প্রশ্নকর্তা : পরে দাদাজীর কৃপা থাকবে তো ? আপনার পরে কি হবে ?
দাদাশ্রী : এই মার্গ তো চলতে থাকবে। আমার তো ইচ্ছা যে কেউ প্রস্তুত হয়ে যায়, পরে এই মার্গ চালানোর জন্য কাউকে চাই কি না ? প্রশ্নকর্তা : চাই ।
দাদাশ্রী : আমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে।
প্রশ্নকর্তা : অক্রমবিজ্ঞান যদি চালু থাকে, তো তা নিমিত্ত দ্বারা চালু
থাকবে !
দাদাশ্রী : ‘অক্রমবিজ্ঞান' চালু–ই থাকবে। অক্রম-ি [-বিজ্ঞান এক-দু' বছর এমনিই চলতে থাকলে সমস্ত জগতে এর কথা ছড়িয়ে পড়বে আর পৌঁছে যাবে এর চরম সীমা পর্যন্ত। কারণ মিথ্যে কথা যেমন গলা ফাটিয়ে বলে তেমনই সত্যি কথাও গলা ফাটিয়ে বলতে হবে। সত্যিকথার প্রভাব পরে হয় আর মিথ্যে কথার প্রভাব তাড়াতাড়ি হয়।
অক্রম দ্বারা স্ত্রী-লোকেরও মোক্ষ!
লোকে বলে যে মোক্ষ পুরুষদের-ই হয়, স্ত্রী-লোকের নয়। আমি বলি যে মহিলাদেরও মোক্ষ হয়। কেন হবে না? তাতে ওরা বলে যে, ওদের কপট আর মোহের গ্রন্থি অনেক বড় হয়। পুরুষদের যদি ছোট গাঁট হয়, তো ওদের তো এত বড় মানকচুর মত হয়।
মহিলারাও মোক্ষ-এ যাবে। সবাই না বলুক না কেন, কিন্তু মহিলারাও মোক্ষ-এ যাওয়ার যোগ্য। কারণ ওরাও আত্মা, আর পুরুষদের