________________
আমি কে ?
সায়েন্টিফিক সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স!
এইজন্যে আলােচনা করাে, যা কিছু আলােচনা করতে চাও সব করাে। এমনভাবে আলােচনা করাে যাতে তােমার কাছে সব পরিষ্কার হয়ে যায়।
প্রশ্নকর্তা : এই ‘সায়েন্টিফিক সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স’ বুঝতে পারলাম না।
দাদাশ্রী : এই সমস্ত সায়েন্টিফিক সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স – এর আধারে হয়। সংসারে একটা পরমাণুও চেঞ্জ হতে পারে না। তুমি এখন খেতে বসেছাে, তাে তােমার কি জানা নেই যেকি খাবে ? রাঁধুনী কি জানে না কাল কি রান্না করবে ? এ সমস্ত কিভাবে হয়, সেটাই আশ্চর্য ! তুমি কতটা খেতে পারবে আর কতটা পারবেনা, সে সব পরমাণুমাত্র এবং পূর্বনির্ধারিত আছে।।
তুমি যে আজ আমার সাথে সাক্ষাৎ করলে, তা কিসের ভিত্তিতে করতে পারলে ? ওনলি ফর সায়েন্টিফিক সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স -এর জন্য। অতি অতি গুহ্য কারণ আছে। ওই কারণগুলাে খুঁজে বার
করাে।
প্রশ্নকর্তা : কিন্তু তাকে খুঁজবাে কিভাবে ?
দাদাশ্রী : তুমি যে এখানে এসেছাে, এতে তােমার কোন নিয়ন্ত্রণ নেই। ও তাে তুমি মেনে নিয়েছাে, ‘ইগােইজ’ করছাে যে আমি এলাম আর গেলাম।' এই যে তুমি বলছাে ‘আমি এলাম আর আমি যদি বলি ‘কাল কেন আসােনি?তখন এরকমভাবে পা দেখালে, তাতে কি বুঝতে হবে ? | প্রশ্নকর্তা : পায়ে ব্যাথা করছিল।
দাদাশ্রী : হ্যা, পায়ে ব্যাথা করছিল। পায়ের বাহানা করলে বুঝতে পারা যায় কিনা যে তুমি আসতে না পা আসতাে ?
প্রশ্নকর্তা : কিন্তু আমি-ই এসেছি এরকম বলে নাকি ?