________________
| যে মুক্ত সেই ছড়াতে পারে তােমার সব কিছু বের করে ফেলতে হবে? কি কি বের করতে হবে বলাে। লিস্ট বাড়িয়ে আমাকে দাও। ওসব বের করে দেব। তুমি ক্রোধ-মানমায়া-লােভ দিয়ে বাঁধা পড়েছাে?
প্রশ্নকর্তা ঃ একদম।
দাদাশ্রী ঃ যে ব্যক্তি বাঁধা হয়ে আছে সে নিজে নিজে কিভাবে মুক্ত হবে? এরকমভাবে চারদিক থেকে হাত-পা সব শক্ত করে বাঁধা থাকলে সে নিজে কি করে মুক্ত হবে?
প্রশ্নকর্তা ঃ ওকে কারাের সাহায্য নিতে হবে। দাদাশ্রী ঃ যে বাঁধা হয়ে আছে তার সাহায্য নিতে হবে? প্রশ্নকর্তা : যে স্বতন্ত্র তার হেল্প নিতে হবে।
দাদাশীঃ আমি কাউকে প্রশ্ন করি যে,“ভাই, এখানে কেউ এমন আছে কি যার বন্ধন নেই? মুক্ত আছে? তাহলে আমাকে এখানে হেল্প করাে।' অর্থাৎ যে মুক্ত আছে সেই মুক্ত করতে পারে। তাছাড়া, আর অন্য কেউ করতে পারবে ।।
ক্রোধ-মান-মায়া-লােভ-এর আহার
কিছু লােক জাগৃত হয়, তারা বলে এই যে ক্রোধ হয়ে যাচ্ছে তা আমার পছন্দ নয়, কিন্তু তবুও করতে হচ্ছে।
আর কিছু তাে ক্রোধ করে আর বলে, ক্রোধ না করলে আমর গাড়ী তাে চলবেই না, আমার গাড়ী বন্ধ হয়ে যাবে। এরকমও বলে। | ক্রোধ-মান-মায়া-লােভ নিরন্তর নিজেরটাই চুরি করে খাচ্ছে, কিন্তু লােকেরা তা বুঝতে পারে না। এই চারটিকে যদি তিন বছর উপবাসী রাখাে, তাে এরা পালিয়ে যাবে। কিন্তু যে খাদ্য দিয়ে এরা বেঁচে আছে সেই খাদ্য কি? যদি তা।
জানাে, তাে এরা কি করে উপবাসী হয়ে মরবে? এটা না বােঝার কারণেই এরা আহার পেতে থাকে। ওরা কিভাবে বেঁচে আছে? আর তাও অনাদিকাল
[ ৩২ ]