SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 76
Loading...
Download File
Download File
Page Text
________________ 68 অাচায় 11 কখনও বা তিনি একাকী ভ্ৰমণ করিতে করিতে বাত্রিতে (কোন স্থাপ অবস্থান করিল) মনুযোবা cহাকে নানাপ্রকার প্রশ্ন করিত। তিনি কোন উত্তর দিশে তাহা ক্রুদ্ধ হইয়া (তাহার প্রতি অত্যাচার করত)। তিনি কিন্তু প্রতি শোধের স্পৃহা না রাখিয়া সাম্যভাব অবলম্ব করিয়া (ধ্যান কণিতন)। 12 কেহ-গৃহেব 7ধ্য কে বখছি ?~-বলিয়া জিয়াসা করিল তিনি (যদি ধ্যানমগ্ন না থাকিতেন তবে অধিক জন পরিহার করিবার জন্য। আমি ভিক্ষু রহিছি—বলিযা উত্তর দিলেন। তিনি (যদি ধ্যান থাকিতেন তবে প্রশ্ন কত। বুদ্ধ হইলেও মৌনাবলম্বন করিয়া ধ্যা। বাবাকে উক্ত বলিযা মনে করিতেন। 13 শীতঋতুতে হিমশীতল বায়ু প্রবাহিত হইলে অনেকে পিতে থাকে / কোন কোন আগারও বায়ুহিত স্থানের অন্বেষণ করিয়া থাকেন। 14 (কোন কোন সাধু বলেন যে )-আমরা আরও অধিক বস্ত্র পরিধান করিব, অয়ি প্রথলিত করিব ভালভাবে বাচ্ছাদিত হইলে আমবা এই ভীষণ শীতের কষ্ট সহ্য ববিতে) সম হইব।। | 15 এইরূপ ভীষণ শীতেও নিস্পৃহ ভণবা। উন্মুক্ত স্থানে অথবা ঈষৎ আচ্ছাদিত স্থানে অবস্থান করিযা তৈ সহ্য কবি হন। কখনও বা সেই সমী ভগবান রাত্রিতে বাহির হইযা ( কিছু চমণ কমিন। পরে ভিতাব আসিয়া শান্তভাবে অবস্থা করিতেন। 16 ব্রাহ্মণ, মহিমা ও নিস্পৃহ ভগবা এইভাবে স্বীয় সংযম পালন কবিয়াছিলেন। অনেক সাধু ভাবানের অনুসৃত নিযণ পাশ করিযা চলেন—ইহাই আমি বলিতেছি। তৃতীয় উদ্দেশ্য 1 সদা সংযমী ভগবা{ তৃস্পর্শ, বতস্পর্শ এব, উফস্পর্শজনিত পীড়া, ভাশ ও মশাব দ শন প্রভৃতি না প্রকার কষ্ট সহ্য করান। 2 তিনি দুম রাদেশের বর্জভূমি ও শুভূমি নামক দুই প্রদেশে ভ্রমণ করিয়াছিলেন। তিনি বিপস কুল স্থানে অবস্থান করিনে এব, (বালুকা ও লােষ্টাদিপূর্ণ স্থানে উপবশন করিতেন। | 3 সেই রটিদেশে তাহাকে অনক কষ্ট স + , সেই
SR No.007755
Book TitleAcharang Sutra
Original Sutra AuthorN/A
Author
Publisher
Publication Year
Total Pages80
LanguageBengali
ClassificationBook_Other
File Size2 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy