________________ 43 3 / বলা হইয়াছে যে, অন্ধ ( সদসবিবেকশূন্য) প্রাণিগণ (অজ্ঞানরূপ) অন্ধকারে অবস্থান কবে। তাহারা একবার অথবা বাববাব নানাপ্রকাব বোগগ্রস্ত হইয়া, অবা নানাপ্রকার যােনিতে উৎপন্ন হইযা তীব্র অথবা অল্প সুখদুখ ভােগ করিয়া থাকে। তীর্থঙ্করগণ এই কথা বলিযাছেন। 4 / শব্দবিশিষ্ট প্রাণী, বসনেন্দ্রিয়বিশিষ্ট প্রাণী, শপ কার্য প্রাণী এব, জচব, খেচব প্রভৃতি আবও নানাপ্রকার প্রাণী আছে। তাহাবা পৰম্পৰ পবশ্ববকে রেশ প্রদান কৰে। এই জগত যে মহাভয় বিদ্যানি পহিয়াছে, মাহাব প্রতি দৃষ্টিপাত কব। প্রাণিণণ অত্যন্ত দুখী। বিষয়াসক্ত মনুষ্যগণ দুর্বল ণভঙ্গুর শরীরের দ্বারা (সুখ অন্বেষণ কবিতে গি) বিনাশ প্রাপ্ত হয়। | সেই মূর্গ মোহাত হইযা দু খ ভােগ করিবার জন্যই (পুনরায়) বিষযাসক্ত হয়। সে বহুপ্রকাব রােগর অস্তিত্ব শবগত হইযা বােণাক্রান্ত হইবাব ভয তাহার প্রতিকাৰৰ জন্য প্রাণিগণকে ক্লেশ প্রদান কবে। দেখ এইরূপ চিকিৎসা দ্বারা কোন ফল হয় না, অতএব এই নিস্ফস চিকিৎসায় তোমার কি প্রযােজন? হে মুনি / এই মহাভয়কে দেখ। কাহাকেও হত্যা কবিও না। হে আর্য। অভিনিবেশসহকাবে চিন্তা কব, শ্রবণ করিতে উৎসুক হও , আমি ত্যাশবাদেব (ধৃতবাদে ) উপদেশ প্রদান কৰিব। 5 / (হে আর্য / এই সসাবে (মনুষ্য) স্বীয কর্মানবে নানাপ্রকার পবিবারে গর্ভ উপন্ন হয়, পরে যথাক্রমে বর্ধিত হয়, জন্ম গ্রহণ কবে, বয় প্রাপ্ত হয, জনি কবে এব যথাক্রমে মহামুনি হইবার জন্য স সার পরিত্যাগ করে। তার আত্মীযগণ তাহাকে সেই মহান্ পথে যাইতে উদ্যত দেখিয়া বিলাপ করিতে করিতে বলে--আমাদিগকে ত্যাণ করিও না। 6 / স্বেচ্ছাচাবী ও স সারাস পিতা প্রতি আত্মীয়গণ নানাপ্রকার কথা বলিযা বিলাপ করে এব, বলে যে ব্যক্তি মাতাপিতা প্রভৃতিকে ত্যাগ করে, সে মুনি হইতে পাবে না এব, সসারসাগর উত্তীর্ণ হইতেও পারে না। কিন্তু সেই (স সারড্যাব) ব্যক্তি নিজের পবিবাবে কাহাকেও শরণ্য বলিযা মনে করে না, অতএব সে তাহাদের প্রতি কিরূপে আসক্ত হইবে। সর্বদা এইপ্রাবে জ্ঞানের উপাসনা করিবে~-ইহাই আাবলিড়েছি।