SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 47
Loading...
Download File
Download File
Page Text
________________ 11deg লোকসাব 13 আমাকে বশে রাখিব এবং সর্বদা পাপকার্য পরিহার করিবে। এই মুধির্মের ধীরা আত্মাকে অনুরঞ্জিত কর-ইহাই আমি বলিতেছি। 4 & পঞ্চম উদ্দেশক | 1 / আমি এইপ বলিছি-জল-পবিপূর্ণ সমতল ভুগিতে অবস্থিত এই ধূশি কর্দমাদি রহিত মহাহ্রদ যেমন স্বীয় আশ্রয় স্থিত প্রাণিগণক বক্ষা কর, দেখ, স,সর প্রবাহের মধ্যে ভাচার্যও সেইরূপ। তিনি জানাদিগুণাস্থিত, সতাযুক্ত ও ক্রাধাদি কষাযবহিত হইযা সক প্ৰাকে উপদেশাদি দ্বারা) রক্ষা করিয়া থাকেন। তাহাব ইন্দ্রিয় বিষয়াভিমুখ হয় না। দেখ, জগতের এই মহর্ষিগণ জ্ঞানী, প্রবুদ্ধ এব, পাপাচবণে বিব! তুমি নিজেই এই সমস্ত কথা বিবেচনা করিয়া দে।। সেই মুনিগণ মৃৰ তপক্ষা কবত সাধুবন অশিহি কবেন—ইহাই আণি বলিছি। 2 / সশযাচ্ছ। ব্যক্তি সমাধি প্রাপ্ত হয় না। কোন কোন মনুষ্য স। সারক বন্ধনে আবদ্ধ হইযাও (স শয় পবিত্যাগ করিযা আচার্যেব আদেশ) পালন করে। সা সারিক বন্ধনমুক্ত সবুও (সশষ পরিত্যাগ করিযা আচার্যের উপদেশ পালন করিয়া থাকেন। অবিশ্বাসী অথবা স শযগ্রস্ত ব্যক্তি বিশ্বাসীদের মধ্যে অবস্থান কৰিলে কেন সে সশ্য ত্যাগ করিয়া শ্রদ্ধা পােষ। করিবে না। 3 / জিন ভগবানের কখন সশযের অতীত এবং সত্য। শ্রদ্ধা ও বৈরাগ্যশীল ব্যক্তিগণ ত্যাগমাৰ্ণ অবম্বন কৰিবাব সম-ভগবৎ কথিত ই সত্য, এই শ্রদ্ধা পােষণ করিয়া থাকে। তাহাদের মধ্যে কয়েকজনেব শেষপর্যন্ত সেই রূপই শ্রদ্ধা বিদ্যমান থাকে। কযেকজন পূব শ্রদ্ধা হইলেও পাব সশস্ত ছয় পড়ে। কাহাৱও পূর্বে শ্রদ্ধা না থাকিলেও পরে শ্রদ্ধ হয়। কারও বা পূর্বও শ্রদ্ধা থাকে না পবেও শ্রদ্ধা হয় না। যে সাধকের শ্রদ্ধা ফুট, তাহাব। নিকট স অথবা মিথ্যা রূপে প্রতিভাত ত্বে চাহার শ্রদ্ধার দৃঢ়হ শেষপর্যয় সত্য কাপই পরিণত হয়। যাহাব শ্রদ্ধার দৃঢ়তা নাই তাহার নিকট স অথবা 1 / চিনি গন্বেষকে সম্পূ ৰ 4 করিয়া তাহাকে চিন বা কয়।
SR No.007755
Book TitleAcharang Sutra
Original Sutra AuthorN/A
Author
Publisher
Publication Year
Total Pages80
LanguageBengali
ClassificationBook_Other
File Size2 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy