________________
সম্মতশিখরের কথা। সম্মেতশিখর কুড়িজন তীর্থঙ্করের নির্বাণভূমিই নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও অনুপম। দ্বিতীয় দেলওয়াড়া। দেলওয়াড়ার স্থাপত্যকীর্তি বিশ্ববিশ্রুত। তৃতীয় শত্ৰুঞ্জয়। শত্ৰুঞ্জয় মন্দির-নগরী, প্রাচ্যের গৌরব। চতুর্থ গিরনার। গিরনার সিদ্ধভূমি। অশােকের সময়ের আগেও এখানে মানুষ তীর্থযাত্রা করত। পঞ্চম শ্রবণ বেলগােল। পৃথিবীর বৃহত্তম মূর্তি বলতে মিশরের রামেসিস মূর্তির কথাই আমাদের মনে আসে। কিন্তু তার চাইতেও বৃহৎ মূর্তি রয়েছে এই ভারতবর্ষের মাটিতেই---শ্রবণ বেলগালের গোম্মটেশ্বর মূর্তি। ষষ্ঠ উদয়গিরি-খণ্ডগিরি। উদয়গিরিখণ্ডগিরির গুম্ফাগুলো আজ নীরব হলেও এক সময় সাধু-সাধ্বী ও শ্রাবক-শ্রাবিকাদের কলকণ্ঠে মুখরিত ছিল। সপ্তম পাওয়াপুরী। মহাবীরের নির্বাণ স্থান। যেমন শান্ত, তেমনি মনােরম।
তথ্য-সংগ্ৰহ আমাদের উদ্দেশ্য নয় যতটা কি সাধারণের মনে জৈন তীর্থ সম্বন্ধে কৌতূহল জাগানাে। কৌতুহল যদি একবার জাগ্রত হয়, তথ্য-সংগ্রহ তখন কিছু কঠিন হয় না। মানুষ তখন নিজের তাগিদেই তথ্য সংগ্রহ করে।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org