________________
মহান প্রভাবশালী ও শক্তিমান, সর্বােেক নিয়ন্তা ও অদ্বিতীয় বাসব।
তিনি ছিলেন সাগরের মতো প্রজ্ঞাবান, জ্ঞানে মহােদধির মতাে দুরতিক্রম্য, অনাবিল ও সর্বদোষ হীন, শুক্রের মতাে ঋদ্ধি সম্পন্ন ও তেজস্বী।
তিনি ছিলেন অমিতবীর্য ও সাহসী, সুমেরু পর্বতের মতো স্থির ও নিরভিমান, সর্বগুণের আকর ও সদাচারী, স্বর্গের মতাে নয়নাভিরাম ও আনন্দমূল।
তিনি ছিলেন পৃথিবীর মতাে সর্বংসহ ও সর্বাধার, ক্ষীণ কর্ম, অভিলাষহীন ও অপরিগ্রহী, বন্ধনহীন, মুক্ত ও অপ্রতিবদ্ধ, সর্বজীবে অভয়দানকারী ও অনন্তচক্ষু।
পর্বতে যেমন সুমেরুপৰ্বত শ্রেষ্ঠ, বৃক্ষে শাল্মলী বৃক্ষ, বনে নন্দন বন, জ্ঞান ও চরিত্রে তেমনি ভগবান মহাবীর শ্রেষ্ঠ।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org