________________
Winternitz প্রমুখ মনীষীরা জৈন আগম সাহিত্যকে ‘dry as dust' বলে অভিহিত করেছেন। কিন্তু তা সম্পূর্ণ সত্য নয়। যেখানে শ্ৰমণ জীবনের দৈনন্দিন আচার আচরণের কথা বলা হয়েছে সেখানে খানিকটা নিরসতা আসা স্বাভাবিক কিন্তু তাই দিয়ে সমগ্র জৈন আগম সাহিত্যের বিচার করা যাবে না। অলঙ্কার উপমাদি ছাড়াও বিষয়ের উপস্থাপন, বাস্তবানুগ বর্ণন ও কথােপকথনের রীতির প্রয়ােগ সেই সাহিত্যে এমন এক অভিনবত্ব এনে দিয়েছে যা সহৃদয় পাঠকের মনকে নাড়া না দিয়ে পারে না।
‘শ্ৰমণ সংস্কৃতির কবিতা’র এইটাই সংক্ষিপ্ত ভূমিকা।
ভগবান মহাবীরের ২৫০০তম নির্বাণােৎসব উপলক্ষে প্রকাশিত
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org