________________
তবে তিনি ভিক্ষা গ্রহণ না করেই সেখান হতে ফিরে যেতেন ।
যদি সেখানে ব্রাহ্মণ; শ্রমণ, ভিখিরী, অতিথি, চণ্ডাল, মার্জার বা কুকুর আগে হতে এসে উপস্থিত থাকত তবে যাতে তাদের আহার প্রাপ্তিতে
বাধা না হয়
সেজন্য সেখান হতে
ভিক্ষা গ্রহণ না করেই
তিনি ফিরে যেতেন ।
তিনি এভাবে ভিক্ষা গ্রহণ করতেন যাতে ক্ষুদ্র প্রাণীরও হিংসা না হয়।
তিনি কখনো আর্দ্র, কখনো শুকনো, কখনো বা পর্যুষিত অন্ন গ্রহণ করতেন,
কখনো পুরুনো চালের ভাত
কুল্মাষ বা ছাতু গ্রহণ করতেন ।
তিনি যদি সেরূপ খাদ্য না পেতেন
তবে কিছু গ্রহণ না করে
সংযত ভাবে অবস্থান করতেন
॥৩॥
পরিত্যক্ত গৃহে, সভাগৃহে বা জলপত্রে, পণ্যশালায় বা কর্মকার গৃহে,
Jain Education International
For Personal & Private Use Only
57
www.jainelibrary.org