________________
দেখতেন না, পরস্পর মানুষ যেখানে কথা বলছে সেখানে উদাসীনের মতাে অবস্থান করতেন। •
সুস্থ অবস্থাতেও উদর পূর্তির জন্য তিনি কখনাে আহার গ্রহণ করতেন না, আঘাত প্রাপ্ত হয়েও তিনি কখনাে চিকিৎসার ইচ্ছা করতেন না।
শরীর নশ্বর ও অশুচি একথা জ্ঞাত হয়ে শরীর সংস্কার, স্নান বা দন্তধাবনাদি হতে বিরতু থাকতেন।
কামভােগে বিরত, মিতভাষী ভগবান শীত ঋতুতে হিম শীতল ছায়ায় বসে ধ্যান করতেন, গ্রীষ্ম ঋতুতে উৎকুটাসনে সূর্যের দিকে মুখ করে অবস্থান করতেন।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org